শ্বাসনালিতে নুডলস আটকে মৃত্যু শিশুর

শ্বাসনালিতে নুডলস আটকে মৃত্যু শিশুর ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২১:২২, ৪ সেপ্টেম্বর ২০২৫

চট্টগ্রামের সাতকানিয়ায় নুডলস খাওয়ার সময় দুঃখজনকভাবে শ্বাসনালিতে আটকে গিয়ে ফাতেমা জান্নাত নামে মাত্র সাত মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ডিলারপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত ফাতেমা ওই এলাকার বাসিন্দা জাহেদুল ইসলামের কন্যা।

পরিবারের সদস্যরা জানান, ফাতেমা বেশ আগেই মায়ের বুকের দুধ খাওয়া বন্ধ করেছিল। ফলে পাঁচ মাস বয়স থেকে তাকে মসলাবিহীন সেদ্ধ নুডলস খাওয়ানো হতো। কিন্তু বুধবার রাতে একসঙ্গে তুলনামূলক বেশি পরিমাণ নুডলস খাওয়ানো হলে তা শিশুটির শ্বাসনালিতে আটকে যায়। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিশুটির দাদি শাহীন আক্তার বলেন, নুডলস আটকে শ্বাস নিতে না পারায় ফাতেমার মৃত্যু হয়েছে বলে চিকিৎসক নিশ্চিত করেছেন। পরের দিন বৃহস্পতিবার সকালে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন এ বিষয়ে বলেন, ছোট শিশুর শ্বাসনালীতে খাবার বা কোনো বস্তু আটকে গেলে সঙ্গে সঙ্গে পদক্ষেপ নিতে হয়। শিশুকে পা ধরে উল্টে মাথা নিচে নামিয়ে পেট চেপে পিঠে চাপড় দিলে খাবার বের হয়ে আসতে পারে। তবে ১০ মিনিটের মধ্যে তা না বের হলে শ্বাসরোধ হয়ে মৃত্যু ঘটতে পারে।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement