জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আপত্তিকর দুই বহিরাগত আটক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আপত্তিকর দুই বহিরাগত আটক ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২০:২৭, ৪ সেপ্টেম্বর ২০২৫

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে আপত্তিকর অবস্থায় দুই বহিরাগতকে আটক করেছে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা বিভাগ। পরে তাদের অভিভাবককে ডেকে এনে তাদের হাতে তুলে দেওয়া হয়।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে মীর মশাররফ হোসেন হল সংলগ্ন বোটানিক্যাল গার্ডেনের পাশে রাস্তা থেকে এই দুইজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন সাভারের নয়ারহাটের বাসিন্দা উজ্জ্বল ও পূজা বর্মন।

প্রত্যক্ষদর্শী এবং শাখা ছাত্রদলের সদস্য রাজু হাসান রাজন জানান, তিনি ওই এলাকা দিয়ে যাচ্ছিলেন যখন একটি গাড়ি সন্দেহজনকভাবে পার্ক করা দেখেন। গাড়ির ভিতরে দুজন আপত্তিকর অবস্থায় ছিলেন। বিষয়টি তিনি বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডিকে জানান। পরে তারা এসে উজ্জ্বল ও পূজাকে আটক করে।

ছাত্রদল নেতা রাজন আরও বলেন, “আমি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত, এবং এর আগে এমন ঘটনার পেছনে অর্থ আদায়ের অভিযোগ থাকত—এই ধারণা থেকে আমি আরেকজনকে ডেকে এনেছি যাতে আমার ওপর এ ধরনের অপবাদ না পড়ে।” পরে তাদের জিজ্ঞেস করা হলে ছেলেটি দাবি করে, তারা স্বামী-স্ত্রী। তবে তাদের আচরণ সন্দেহজনক মনে হওয়ায় আমি বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে ফোন করি।

আটককৃত উজ্জ্বল ও পূজা জানান, তারা ছোটবেলার বন্ধু এবং জাহাঙ্গীরনগরে ঘুরতে এসেছেন। পূজা শারীরিক অসুস্থতার কারণে গাড়ির পেছনে বসেছিলেন।

বিশ্ববিদ্যালয়ে জাকসু নির্বাচন চলাকালীন বহিরাগত ও অননুমোদিত গাড়ি প্রবেশে নিষেধাজ্ঞা থাকলেও তারা কীভাবে প্রবেশ করলেন, এমন প্রশ্নের জবাবে উজ্জ্বল জানান, তারা ৩১ ব্যাচের গণিত বিভাগের সাবেক ছাত্র হাফিজুর রহমান হাফিজের রেফারেন্সে এমএইচ গেট দিয়ে প্রবেশ করেছিলেন। হাফিজ গেটের গার্ডকে ফোন করে তাদের অনুমতি দেন।

নিরাপত্তা শাখার প্রধান জেফরুল হাসান চৌধুরী সজল জানান, খবর পেয়ে প্রক্টরিয়াল টিম তাদের আটক করে। পরে ছেলের ভাই এবং মেয়ের মাকে ক্যাম্পাসে ডেকে এনে তাদের হাতে সোপর্দ করা হয়।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement