ঝিনাইদহে সিরাজ সাঁইয়ের মাজারে পুলিশ মোতায়েন

Published : ২১:৩৮, ৭ সেপ্টেম্বর ২০২৫
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার হরিশপুর গ্রামে অবস্থিত সিরাজ সাঁইয়ের মাজারে নিরাপত্তা জোরদার করা হয়েছে। রবিবার (৭ সেপ্টেম্বর) সকাল থেকে সিরাজ সাঁইয়ের মাজারে প্রবেশের গেটসহ আশপাশে পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ জানায়, গত শুক্রবার রাজবাড়ীতে মাজারে হামলাসহ বেশকিছু ইস্যু মাথায় রেখে জেলার মাজারগুলোতে বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে সিরাজ সাঁইয়ের মাজারে পুলিশ মোতায়েন রয়েছে
তথ্যটি নিশ্চিত করে হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম তিনি বলেন, ‘সম্প্রতি রাজবাড়ীতে মাজার কেন্দ্রিক একটি ঘটনা ঘটেছে। এরপর থেকেই আমাদের এলাকায় অবস্থিত মাজারগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা এখানে নিয়মিত টহল দিচ্ছে।
BD/AN