দীর্ঘ ৩৩ বছরের বিরতির পর আজ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল ৯টায় শুরু হওয়া এ নির্বাচনের প্রেক্ষিতে ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি মুহিবুর রহমানের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উত্থাপন করেছে ছাত্রদল।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে আনুষ্ঠানিকভাবে এই অভিযোগ দাখিল করা হয়। অভিযোগে বলা হয়েছে, ভোর ৬টার কিছু পরে মুহিবুর রহমান গেস্টরুমে যাওয়ার কথা বলে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলে প্রবেশ করেন। সেখানে তিনি প্রায় এক ঘণ্টা একটি কক্ষে অবস্থান করেন এবং পরে বের হন। ছাত্রদল মনে করছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনোভাবে পক্ষপাতিত্ব করছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন। এই বিষয়ে হলের রিটার্নিং কর্মকর্তা মীর ফেরদৌসকে অবহিত করা হয়েছে। তবে এখন পর্যন্ত রিটার্নিং কর্মকর্তা বা শিবিরের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১১,৭৪৭। বিভিন্ন পদে চূড়ান্তভাবে ১৭৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় অংশ নিচ্ছেন। এর মধ্যে সহসভাপতি (ভিপি) পদে ৯ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ৯ জন, যুগ্ম সাধারণ সম্পাদক (নারী) পদে ৬ জন এবং যুগ্ম সাধারণ সম্পাদক (পুরুষ) পদে ১০ জন প্রার্থী রয়েছে।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ২১টি হলের ২২৪টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে ১১টি ছাত্র হল এবং ১০টি ছাত্রী হল। প্রতিটি ভোটকেন্দ্রে একজন রিটার্নিং কর্মকর্তা, ৬৭ জন পোলিং কর্মকর্তা এবং ৬৭ জন সহকারী পোলিং কর্মকর্তা দায়িত্বে রয়েছেন।