জিতুর অভিযোগ: ছাত্রদলের নেই পরাজয় মেনে নেওয়ার সাহস

জিতুর অভিযোগ: ছাত্রদলের নেই পরাজয় মেনে নেওয়ার সাহস ছবি : সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৯:২৩, ১১ সেপ্টেম্বর ২০২৫

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে স্বতন্ত্র প্যানেলের সহসভাপতি (ভিপি) প্রার্থী আব্দুর রশিদ জিতু বৃহস্পতিবার বিকেলে বলেন, ছাত্রদলের মধ্যে পরাজয় স্বীকার করার সাহস নেই। তিনি উল্লেখ করেন, ভোট বর্জনকে শিক্ষার্থীরা ইতিবাচকভাবে নিচ্ছে না। ভিত্তিহীন অভিযোগ তুলে বারবার নির্বাচন বর্জনের কারণে শিক্ষার্থীদের মাঝে নির্বাচনি পরিবেশ ব্যাহত হচ্ছে।

জিতু বলেন, “জাকসু নির্বাচনে ভোট বর্জন ছাত্রদলের নিজস্ব সিদ্ধান্ত। জয় বা পরাজয় যাই হোক, আমরা তা মেনে নেব।”

এর আগে সকাল ৯টায় জাকসু ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয় এবং বিকেল ৫টা পর্যন্ত চলে। এবারের নির্বাচনে ২৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৭৯ জন প্রার্থী।

বিশ্ববিদ্যালয়ের ১১টি ছাত্র হল ও ১০টি ছাত্রী হলের ৩১৫টি পদে লড়ছেন মোট ৪৬৭ প্রার্থী। জাকসু ও হল সংসদ নির্বাচনের জন্য বিশ্ববিদ্যালয়ের ২১টি আবাসিক হলে মোট ভোটার ১১ হাজার ৯১৯ জন। এর মধ্যে ছাত্র ৬ হাজার ১০২ জন এবং ছাত্রী ৫ হাজার ৮১৭ জন।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement