জাবির ১০ ছাত্রী হলের ভোটের প্রাথমিক হিসাব প্রকাশ

জাবির ১০ ছাত্রী হলের ভোটের প্রাথমিক হিসাব প্রকাশ ছবি : সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২০:৩১, ১১ সেপ্টেম্বর ২০২৫

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নির্বিঘ্নে অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ১১টি ছাত্র হল এবং ১০টি ছাত্রী হলে একযোগে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলেছে। এই ভোটের জন্য ২১টি ভোট কেন্দ্রে মোট ২২৪টি বুথ স্থাপন করা হয়েছে।

নির্বাচনে ৬৭ জন শিক্ষক পোলিং অফিসার এবং সমসংখ্যক প্রশাসনিক কর্মকর্তা সহকারী পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন। ভোট কেন্দ্রে উপস্থিত এক ভোটার বলেন, “ভোট দেওয়ার অভিজ্ঞতা অত্যন্ত উৎসবমুখর। আমি জীবনে প্রথমবার ভোট দিচ্ছি। গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিয়ে সত্যিই উচ্ছ্বাসিত।”

যদিও ভোট গ্রহণের সময় শেষ হয়, তবুও অনেক কেন্দ্রের বাইরে দীর্ঘ লাইন তৈরি ছিল।

নিচে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ১০টি ছাত্রী হলের প্রাথমিক গণনার তথ্য দেওয়া হলো—মোট ভোটার এবং কাস্ট হওয়া ভোটের সংখ্যা:

১. নওয়াব ফয়জুন্নেসা হল – মোট ভোটার: ২৮০, কাস্ট হয়েছে: ১৩৭ ভোট
২. বেগম খালেদা জিয়া হল – মোট ভোটার: ৪০৯, কাস্ট হয়েছে: ২৪৯ ভোট
৩. ১৩ নং ছাত্রী হল – মোট ভোটার: ৫১৯, কাস্ট হয়েছে: ২৯২ ভোট
৪. বেগম সুফিয়া কামাল হল – মোট ভোটার: ৪৫৬, কাস্ট হয়েছে: ২৪৬ ভোট
৫. জাহানারা ইমাম হল – মোট ভোটার: ৩৬৭, কাস্ট হয়েছে: ২৪৭ ভোট
৬. প্রীতিলতা হল – মোট ভোটার: ৩৯৬, কাস্ট হয়েছে: ২৫০ ভোট
৭. ১৫ নং ছাত্রী হল – মোট ভোটার: ৫৭১, কাস্ট হয়েছে: ৩৫০ ভোট
৮. রোকেয়া হল – মোট ভোটার: ৯৫৫, কাস্ট হয়েছে: ৬৭৫ ভোট
৯. ফজিলাতুন্নেছা হল – মোট ভোটার: ৮০৩, কাস্ট হয়েছে: ৪৮৯ ভোট
১০. তারামন বিবি হল – মোট ভোটার: ৯৮৫, কাস্ট হয়েছে: ৫৯৫ ভোট

এই প্রাথমিক গণনা থেকে দেখা যায়, বেশিরভাগ কেন্দ্রে ভোটারের উপস্থিতি উৎসাহব্যঞ্জক এবং নির্বাচনের মধ্যে একটি সরল ও স্বচ্ছ পরিবেশ বজায় ছিল।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement