ডাকসুতে নির্বাচিতদের ঢাকা মহানগর উত্তর জামায়াতের অভিনন্দন

ডাকসুতে নির্বাচিতদের ঢাকা মহানগর উত্তর জামায়াতের অভিনন্দন ছবি: বিজনেস ডেইলি

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৯:০৬, ১১ সেপ্টেম্বর ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের নিরঙ্কুশ বিজয়ে শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম।

এক যৌথ শুভেচ্ছা বার্তায় মহানগরী উত্তর নেতৃদ্বয় বলেন, দেশের সকল গণতান্ত্রিক ও স্বৈরাচারি বিরোধী আন্দোলনে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ত্যাগ, কোরবানী ও অবদানের কথা আমাদের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। এমনকি জুলাই বিপস্নবেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আপোষহীন ভূমিকা পালন করেছেন।

এ ক্ষেত্রে ইসলামী ছাত্রশিবিরের ভূমিকাও দেশ ও জাতি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করে। ইসলামী ছাত্রশিবির শুধু জুলাই বিপস্নবে নয় বরং স্বাধীনতা পরবর্তী সকল গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে ঐতিহাসিক ভূমিকা পালন করেছে।

বিশেষ করে জুলাই বিপস্নবে ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছিলো সম্মুখ সাড়িতে। ফলে তারা দেশ, জাতি ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মনের মনিকোটায় স্থান করে নিয়েছে। তারা এখন দলমত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল শ্রেণির শিক্ষার্থীদের কাছে অধিকতর গ্রহণযোগ্য ছাত্র সংগঠন। যার প্রতিফলন ঘটেছে সদ্য সমাপ্ত ডাকসু নির্বাচনে।

ফলে গত ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে ভিপি, জিএস ও এজিএস সহ ২৮ পদের মধ্যে ২৩ টিতে ঐতিহাসিক বিজয় লাভ  করেছে। যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এক মাইল ফলক। 

নেতৃদ্বয় নব নির্বাচিত ডাকসু নেতৃবৃন্দের দায়িত্ব পালনে সাফল্য ও দীর্ঘায়ূ কামনা করেন এবং সকল প্রকার দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে ওঠে সততা, দক্ষতা ও প্রজ্ঞার সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্বিক সমস্যা সমাধান এবং শাত্মিপূর্ণ সহাবস্থানের প্রাণাšত্মকর প্রচেষ্টা চালানোর আহবান এবং সকল বিজয়ীদের  আšত্মরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জ্ঞাপন করেন।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement