মহেশপুর সীমান্তে পিস্তল-গুলি উদ্ধার, ১১ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

মহেশপুর সীমান্তে পিস্তল-গুলি উদ্ধার, ১১ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ ছবি: বিজনেস ডেইলি

ঝিনাইদহ প্রতিনিধি

Published : ১৮:৫৩, ১১ সেপ্টেম্বর ২০২৫

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই দিনে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে আটক হওয়া ১১ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে মহেশপুর ব্যাটালিয়ন-৫৮ এর অধীনস্থ বাঘাডাংগা বিওপি এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। বাঘাডাংগা গ্রামের মো. টুনু মিয়ার গোডাউনের পশ্চিম পাশে খড়ের গাদার ভেতর থেকে মালিকবিহীন অবস্থায় একটি দেশি পিস্তল ও একটি গুলি উদ্ধার করা হয়। অভিযানটি পরিচালনা করেন জেসিও-৮৭৫১ সুবেদার মো. আতিয়ার রহমান। উদ্ধারকৃত অস্ত্র ও গুলি মহেশপুর থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।

অন্যদিকে, গত ১০ সেপ্টেম্বর বিকেল ৫টার দিকে ভারতের ১৯৪ বিএসএফ ব্যাটালিয়নের জোড়পাড়া ক্যাম্প কর্তৃপক্ষ মহেশপুর ব্যাটালিয়নকে জানায়, অবৈধভাবে সীমান্ত অতিক্রমের সময় ১১ জন বাংলাদেশিকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে দুইজন পুরুষ, পাঁচজন নারী ও চারজন শিশু রয়েছে।

বিজিবির যাচাই-বাছাই শেষে ওই দিন রাত সাড়ে ৯টার দিকে মহেশপুর সীমান্তের ৬১/৭ এস পিলার এলাকায় কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশিদের ফেরত দেয় বিএসএফ। পরে তাঁদের জীবননগর থানায় সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে হস্তান্তর করা হয়।

মহেশপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement