পিআর পদ্ধতি ও গণহত্যার বিচার ছাড়া নির্বাচন নয়: আশরাফ আলী আকন

পিআর পদ্ধতি ও গণহত্যার বিচার ছাড়া নির্বাচন নয়: আশরাফ আলী আকন ছবি: বিজনেস ডেইলি

লক্ষ্মীপুর প্রতিনিধি

Published : ২০:১৩, ১১ সেপ্টেম্বর ২০২৫

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন বলেছেন, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, সংস্কার, গনহ*ত্যা*র বিচারের ব্যবস্থা করেই নির্বাচনের দিতে হবে।আমাদের এই তিনটি দাবি গণদাবিতে পরিনত  হয়েছে।

তিনি আরো, ঢাকসু নির্বাচনে ইসলামের প্যানেল এক হয়ে বিজয় অর্জন করেছে। খুনি, চাঁদাবাজদের প্রতিহত করেছে। যারা দুর্নিতিবাজ,সন্ত্রাসী,চাঁদাবাজ,দখলবাজ তাদের রাজনীতি  নিষিদ্ধ করতে হবে।

 বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর)  বিকেলে শহরের লিল্লাহ জামে মসজিদ মাঠে এ ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার আয়োজিত সমাবেশে  তিনি প্রধান অতিথির বক্তব্যে  এসব কথা বলেন।সমাবেশ শেষে তিনটি দাবিতে শহরের বিভিন্ন স্থান প্রদর্ক্ষিণ করে বিক্ষোভ মিছিল করেন তারা।

এতে  জেলা সভাপতি মাওলানা দেলাওয়ার হোসাইন এর সভাপতিত্বে ও মাওঃ ইউসুফ আল মাহমুদ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারি ইমরান হোসাইন নূর, কেন্দ্রীয় শ্রমিক আন্দোলনের সেক্রেটারি জেনারেল কে এম বিল্লাল হোসেন। সমাবেশ দাবীগুলোর প্রতি সমর্থন জানিয়ে আরোও  উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি এআর হাফিজ উল্লাহ, জেলা গণঅধিকার পরিষদের সভাপতি নূর মোহাম্মদ, খেলাফত মজলিসের সেক্রেটারি মাওলানা খোরশেদ আলমসহ আরো অনেকে। 

 আশরাফ আলী আকন বলেন,  সংখ্যানুপাতিক পদ্ধতি (পিআর) ছাড়া আসন্ন জাতীয় নির্বাচন হতে দেওয়া হবে না।দেশের প্রচলিত পদ্ধতির নির্বাচনে একদলীয় আধিপত্যের সৃষ্টি হয়। বাংলাদেশের মানুষের ভোট পরিবর্তনশীল তাই নির্বাচনের আগে বলা যাবে না কে বড় দল আর কে ছোট দল,এখন সময় পরিবর্তন চাই।আমরা ইসলামী সকল দল ঐক্যবন্ধ হয়েছি আগামীতে আমরা ইসলামকে রাষ্ট্রিয় ক্ষমতায় নিবো ইনশাআল্লাহ। 

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement