ডাকসু নির্বাচনে বিজয়ীদের চরমোনাই পীরের শুভেচ্ছা

ডাকসু নির্বাচনে বিজয়ীদের চরমোনাই পীরের শুভেচ্ছা ছবি : সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২১:২৫, ১১ সেপ্টেম্বর ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বিজয়ী নবনির্বাচিত নেতৃত্বকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ শুভেচ্ছা জানান।

চরমোনাই পীর তাঁর বিবৃতিতে বলেন, বাংলাদেশ দীর্ঘ সময় ধরে প্রকৃত নির্বাচনী সংস্কৃতি থেকে বঞ্চিত ছিল। তরুণ প্রজন্মের ভোটাধিকার প্রয়োগের সুযোগ হয়নি। এমন পরিস্থিতিতে ডাকসু নির্বাচন গোটা জাতির জন্য এক নতুন আশার আলো হয়ে এসেছে। এ আয়োজনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সমাজ এবং অন্তর্বর্তীকালীন সরকারকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

তিনি আরও বলেন, বিভিন্ন প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থীরা এবং স্বতন্ত্র প্রার্থীরা সকলেই অভিনন্দনের দাবিদার। নির্বাচন মানেই জয়-পরাজয় থাকবে, কিন্তু তোমরা দায়িত্বশীলতার পরিচয় দিয়েছো, শিক্ষার্থীদের কাছে গিয়েছো এটাই তোমাদের ভবিষ্যৎ জীবনে আলোকবর্তিকা হয়ে কাজ করবে।

চরমোনাই পীরের মতে, এই নির্বাচনে ইসলামপন্থী শক্তির জয় গোটা জাতিকে নতুন আশার সঞ্চার দিয়েছে। বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ, ধর্মীয় মূল্যবোধের প্রতি তাদের ভালোবাসা হাজার বছরের ঐতিহ্য ও সংস্কৃতির অংশ। ডাকসুর মতো একটি নির্বাচনে মুক্ত, স্বাধীন ও নিরপেক্ষভাবে ভোট দেওয়ার সুযোগ পেয়েই শিক্ষার্থীদের ভেতরের ইসলামচেতনা স্পষ্টভাবে প্রকাশিত হয়েছে। ইনশাআল্লাহ, এর প্রতিফলন আসন্ন জাতীয় নির্বাচনে দেখা যাবে।

ডাকসুর নবনির্বাচিত নেতৃত্বের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, তোমাদের ওপর গুরুদায়িত্ব ন্যস্ত হয়েছে। কর্মদক্ষতা, সততা, ন্যায়পরায়ণতা এবং সবার সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার মাধ্যমে তোমরা ইসলামকে দেশের রাজনীতিতে আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করতে পারবে। তবে ব্যর্থতা ও অদক্ষতা ইসলামপন্থী আন্দোলনকেই প্রশ্নবিদ্ধ করবে।

তাই দল-মত-নির্বিশেষে সবাইকে আপন করে নিতে হবে, মতপ্রকাশের স্বাধীনতা ও চিন্তার স্বাধীনতা নিশ্চিত করতে হবে। ইসলামের উদার চেতনা ধারণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি উৎকৃষ্ট শিক্ষাঙ্গনে রূপান্তরিত করতে হবে।

শেষে তিনি দোয়া করে বলেন, ইসলামের প্রাথমিক যুগে যেমন সব ধর্ম ও মতের মানুষ নিরাপদ ও স্বাচ্ছন্দ বোধ করেছিল, তেমনি ডাকসুর নতুন নেতৃত্বের কার্যকালেও যেন সব শিক্ষার্থী শান্তি ও নিরাপত্তা অনুভব করে। আল্লাহ তোমাদের কল্যাণ করুন এই প্রার্থনা করি।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement