ক্রিস্টিয়ানো রোনালদোকে দেওয়া হলো ‘সর্বকালের সেরা ফুটবলারের’ খেতাব

ক্রিস্টিয়ানো রোনালদোকে দেওয়া হলো ‘সর্বকালের সেরা ফুটবলারের’ খেতাব ছবি : সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৯:৪৯, ১১ সেপ্টেম্বর ২০২৫

পর্তুগালের লিগ কর্তৃপক্ষ ক্রিস্টিয়ানো রোনালদোকে ‘সর্বকালের সেরা ফুটবলারের’ মর্যাদাপূর্ণ খেতাব দিয়েছেন। দুই দশকের বেশি সময় ধরে বিশ্ব ফুটবলকে চমকপ্রদ মুহূর্তের সঙ্গে সমৃদ্ধ করার স্বীকৃতি হিসেবে এই বিশেষ সম্মান প্রদান করা হয়েছে।

রোনালদোকে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ ম্যাচ (২২৩) এবং গোল (১৪১) করার জন্যও বিশেষভাবে সম্মান জানানো হয়েছে। লিগা পর্তুগাল এক বিবৃতিতে জানায়, “লাখ লাখ মানুষের প্রেরণা, একটি যুগের প্রতীক রোনালদো। তার অবদানের পদচিহ্ন বিশ্ব ফুটবলে অমোচনীয়। ব্যক্তিগত রেকর্ড, শিরোপা এবং মিডিয়ায় প্রভাবের মাধ্যমে তার উত্তরাধিকার তাকে সর্বকালের সেরা হিসেবে প্রতিষ্ঠিত করেছে।”

পোর্তোতে আয়োজন করা অনুষ্ঠানে রোনালদো উপস্থিত ছিলেন না। আল নাসরের স্ট্রাইকার রোনালদো ভিডিও বার্তায় বলেন, “সর্বকালের সেরা খেলোয়াড়ের খেতাব দেওয়ায় লিগ কর্তৃপক্ষকে ধন্যবাদ। দেশের হয়ে এই স্বীকৃতি আমার জন্য বিশাল সম্মান। পুরো ক্যারিয়ারে পাশে থাকা সতীর্থ, কোচ এবং যারা আমাকে আরও ভালো হতে সাহায্য করেছেন, তাদেরও ধন্যবাদ।”

একই সঙ্গে রোনালদো বিশ্বকাপ বাছাই পর্বে হাঙ্গেরির বিপক্ষে ৩-২ ব্যবধানের ম্যাচে একটি গোল করে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতার শীর্ষে পৌঁছেছেন। এখন তার গোল সংখ্যা ৩৯, যা পূর্বে গুয়াতেমালার কার্লোস রুইজের একক রেকর্ড ছিল। ৪০ বছর বয়সেও রোনালদোর বিশ্বকাপের স্বপ্ন এখন ফুটবল বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement