জর্ডান থেকে ফিরিয়ে এনে প্রেমিকাকে ধর্ষণ, গ্রেপ্তার কৃষক

জর্ডান থেকে ফিরিয়ে এনে প্রেমিকাকে ধর্ষণ, গ্রেপ্তার কৃষক ছবি : সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১২:২৩, ১৬ সেপ্টেম্বর ২০২৫

বগুড়ার ধুনট উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে বিদেশফেরত প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে ফজলুল হক (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৫ সেপ্টেম্বর) তাকে ধুনট থানা থেকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে বগুড়া জেলা কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম।

গ্রেপ্তারকৃত ফজলুল হক উপজেলার বড়চাপড়া গ্রামের আইয়ুব আলীর ছেলে।

থানা সূত্রে জানা গেছে, ধুনট উপজেলার নিমগাছি ইউনিয়নের নান্দিয়ারপাড়া গ্রামের এক নারী (৩৩) ২০২২ সালে জীবিকার তাগিদে জর্ডান যান। সেখানেই মোবাইল ফোনের মাধ্যমে ফজলুল হকের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্কের এক পর্যায়ে বিয়ের আশ্বাস দিয়ে ওই নারীকে এক লাখ টাকা হাতিয়ে নেয় ফজলুল। পরবর্তীতে প্রতিশ্রুতির ভিত্তিতে নারীটি ১ আগস্ট জর্ডান থেকে দেশে ফিরে আসেন।

দেশে ফেরার পর বিয়ের প্রতিশ্রুতি দেখিয়ে ফজলুল হক প্রেমিকার সঙ্গে বিভিন্ন জায়গায় একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন। এর ধারাবাহিকতায় সোমবার রাতে তিনি ওই নারীকে তার চাচাতো বোনের বাড়ি, নান্দিয়ারপাড়ায় নিয়ে যান। সেখানে আবারও শারীরিক সম্পর্কের পর প্রেমিকা বিয়ের জন্য চাপ দিলে ফজলুল রাজি না হয়ে পালানোর চেষ্টা করে। এ সময় স্থানীয়রা ঘটনাটি আঁচ করতে পেরে ফজলুলকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

ঘটনার পর সোমবার দুপুরে ভুক্তভোগী নারী ধুনট থানায় ফজলুল হকের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার পরপরই পুলিশ তাকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে ওসি সাইদুল আলম জানান, “বিদেশফেরত এক নারীর দায়ের করা ধর্ষণ মামলায় আসামি ফজলুল হককে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement