ঢাকায় প্রথম সফরে পাকিস্তানি তারকা হানিয়া আমির

ঢাকায় প্রথম সফরে পাকিস্তানি তারকা হানিয়া আমির ছবি : সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২১:২৯, ১৫ সেপ্টেম্বর ২০২৫

দক্ষিণ এশিয়ার তরুণ প্রজন্মের সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় মুখদের মধ্যে অন্যতম হানিয়া আমির এবার প্রথমবারের মতো আসছেন ঢাকায়। আজ রাতেই তিনি বিশেষ ফ্লাইটে করে বাংলাদেশে পৌঁছাবেন। সফরকালে অংশ নেবেন বেশ কিছু রঙিন আয়োজন ও ভিন্নধর্মী অনুষ্ঠানে, যা ঘিরে আগ্রহ ইতোমধ্যেই তুঙ্গে।

২০১৬ সালে ‘জনান’ চলচ্চিত্রের মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করেছিলেন হানিয়া। সেই শুরু থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে। নাটক, সিনেমা, ওয়েব কনটেন্ট কিংবা বিজ্ঞাপন—সব ক্ষেত্রেই তার উপস্থিতি বারবার আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। ‘মেরে হামসাফার’, ‘ফেরি টেল’, ‘দিলরুবা’, ‘আনা’, ‘কাভি মে কাভি তুম’-এর মতো জনপ্রিয় ধারাবাহিকগুলো তাকে পৌঁছে দিয়েছে দক্ষিণ এশিয়ার কোটি দর্শকের ঘরে।

শুধু গ্ল্যামার নয়, বহুমাত্রিক চরিত্রে অভিনয়ের দক্ষতার কারণেই তিনি নিজেকে আলাদা করে তুলেছেন। রোমান্টিক চরিত্র হোক, হালকা কমেডি কিংবা আবেগঘন দৃশ্য—সব জায়গাতেই দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন সমানভাবে। অল্প সময়ের মধ্যেই ভক্তদের কাছে তিনি হয়ে উঠেছেন একেবারে “দক্ষিণ এশিয়ার হৃদয়ের স্পন্দন”।

বাংলাদেশেও রয়েছে তার বিপুলসংখ্যক অনুরাগী। তাকে সরাসরি দেখতে উদগ্রীব অসংখ্য ভক্ত তার আগমনের প্রতীক্ষায় আছেন। ঢাকায় তার উপস্থিতি নিঃসন্দেহে হবে ভক্তদের জন্য এক বিশেষ মুহূর্ত।

সানসিল্ক বাংলাদেশের আমন্ত্রণেই এবার ঢাকায় আসছেন হানিয়া আমির। আয়োজকরা জানিয়েছেন, পাকিস্তানে দীর্ঘদিন ধরে ব্র্যান্ডটির অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি, আর সেই সূত্রেই এবার বিশেষ অতিথি হয়ে পা রাখছেন বাংলাদেশে।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement