রাজপথ নয়, নির্বাচিত প্রতিনিধিই জনগণের দাবি আদায় করবে: আমীর খসরু

Published : ২১:০২, ১৫ সেপ্টেম্বর ২০২৫
জনগণের ভোটাধিকারকে পাশ কাটিয়ে রাজপথকেন্দ্রিক কর্মসূচি চালালে গণতান্ত্রিক অগ্রযাত্রা ব্যাহত হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
সোমবার রাজধানীর দক্ষিণখানে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, জনগণের পক্ষে দাবি আদায় করতে হলে আগে নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিতে হবে।
আমীর খসরুর মতে, গণতন্ত্র পুনরুদ্ধারে যত বিলম্ব হবে, দেশ তত জটিল পরিস্থিতিতে পড়বে। রাজপথের আন্দোলনের অধ্যায় শেষ হয়েছে, এখন সময় এসেছে জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার। তিনি সতর্ক করে বলেন, অভ্যুত্থানের পরপরই যদি দ্রুত নির্বাচন আয়োজন না করা হয়, তবে দেশ বিভক্তি ও গৃহসংঘাতের ঝুঁকিতে পড়তে পারে।
প্রতিবন্ধী নাগরিকদের ক্ষমতায়ন প্রসঙ্গে বিএনপির অবস্থান তুলে ধরে তিনি বলেন, অন্য নাগরিকদের মতোই প্রতিবন্ধীদের জন্যও রাষ্ট্রকে বিনিয়োগ করতে হবে। এ বিনিয়োগ হবে আর্থিক, নৈতিক ও মানবিক সহায়তার মাধ্যমে।
তিনি আরও যোগ করেন, বিএনপি রাষ্ট্রের দায়িত্ব বুঝে নিজেদের করণীয় ঠিক করছে। দান বা অনুদান নয়, নাগরিককে স্বনির্ভর করাই দলটির লক্ষ্য। একইসঙ্গে তিনি জানান, বিএনপি উন্নয়নমুখী ও উৎপাদনকেন্দ্রিক রাজনীতিতেই বিশ্বাস করে।
BD/AN