পোশাকের স্বাধীনতায় হস্তক্ষেপ নয়: ডাকসুর ভিপি সাদিক

পোশাকের স্বাধীনতায় হস্তক্ষেপ নয়: ডাকসুর ভিপি সাদিক ছবি : সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১১:২৮, ১৬ সেপ্টেম্বর ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) এবারের নির্বাচনে ২৮টি পদে ভোট গ্রহণ শেষে সর্বোচ্চ ভোটে সহসভাপতি (ভিপি) নির্বাচিত হয়েছেন ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’-এর প্রার্থী আবু সাদিক কায়েম। তার এই জয়ে ইতোমধ্যেই বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে বিশেষ করে নারীদের পোশাক ও ব্যক্তিস্বাধীনতা খর্ব হওয়ার আশঙ্কা নিয়ে।

তবে এসব উদ্বেগকে গুরুত্ব না দিয়ে ডাকসুর নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কারও ব্যক্তিগত স্বাধীনতায় কোনো হস্তক্ষেপ করা হবে না।

সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, নারীরা তাদের কাঙ্ক্ষিত নেতৃত্ব পেয়েছেন এই জোটের ভেতরেই। তিনি ব্যাখ্যা করেন, “হিজাব পরা কিংবা আধুনিক পোশাক সবই শিক্ষার্থীর নিজস্ব পছন্দ। এ অধিকারকে কেউ খর্ব করতে পারবে না। পোশাক বা পরিচয়ের প্রতীক নিয়ে কাউকে হেয় করা কিংবা অপরাধী বানানোর কোনো সুযোগ নেই। যার যে পছন্দ, সে তাই করবে, আর সেই স্বাধীনতায় কারও হস্তক্ষেপ চলবে না।”

নারীদের নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে সাদিক কায়েম বলেন, ডাকসু নির্বাচনের মাধ্যমে দীর্ঘদিন ধরে চালানো নানা প্রপাগান্ডার জবাব পাওয়া গেছে। তিনি দাবি করেন, জুলাই বিপ্লবের পর এক বছরের কার্যক্রমই প্রমাণ করেছে যে নারীর অধিকার ও সুরক্ষার প্রতিশ্রুতি কেবল মুখের কথা ছিল না।

তিনি আরও জানান, নারীদের জন্য নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করাই তাদের অন্যতম লক্ষ্য। এজন্য ইতোমধ্যে স্বাস্থ্যসেবা, স্যানিটেশন ও আবাসন সমস্যার সমাধানে পরিকল্পনা নেওয়া হয়েছে, যার বাস্তবায়নও শিগগির শুরু হবে।

শিক্ষার্থীদের মধ্যে বিভাজন নয়, বরং ঐক্যই তাদের মূল দর্শন বলে মন্তব্য করে সাদিক কায়েম বলেন, “আমরা কারও অন্যকরণ চাই না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেকোনো শিক্ষার্থী সমস্যায় পড়লে আমরা তার পাশে থাকব। আমাদের পরিচয় একটাই আমরা এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। কাজের মাধ্যমেই আমরা সবার আস্থা অর্জন করব।”

 

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement