হামাস নেতাদের বিরুদ্ধে ফের হামলার ইঙ্গিত: নেতানিয়াহুর

হামাস নেতাদের বিরুদ্ধে ফের হামলার ইঙ্গিত: নেতানিয়াহুর ছবি: সিবিসি

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৪:০৪, ১৬ সেপ্টেম্বর ২০২৫

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের নেতাদের লক্ষ্য করে আবারও হামলার সম্ভাবনা উড়িয়ে দেননি ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সোমবার জেরুজালেমে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি।

নেতানিয়াহু বলেন, “হামাস নেতারা বিশ্বের যেখানেই থাকুক, তারা ইসরাইলের বিচার থেকে রেহাই পাবে না।” তার ভাষ্য অনুযায়ী, “প্রতিটি রাষ্ট্রেরই তার নিরাপত্তা নিশ্চিত করতে সীমান্তের বাইরেও আত্মরক্ষার অধিকার রয়েছে।”

তবে এই অবস্থানের বিপরীতে অবস্থান নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, ইসরাইল যেন ভবিষ্যতে কাতারে আর কোনও সামরিক অভিযান চালায় না।

এর আগে ৯ সেপ্টেম্বর কাতারের রাজধানী দোহায় হামাস নেতাদের লক্ষ্য করে একটি ড্রোন হামলা চালায় ইসরাইল। ওই হামলায় ছয়জন নিহত হলেও হামাসের শীর্ষ নেতৃত্ব বেঁচে যায়। আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং আঞ্চলিক স্থিতিশীলতায় আঘাত হানার অভিযোগে এ হামলার পর বিশ্বব্যাপী তীব্র সমালোচনার মুখে পড়েছে তেলআবিব।

সংবাদ সম্মেলনে নেতানিয়াহুকে জিজ্ঞেস করা হয়, হামলার পেছনে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা ছিল কি না। জবাবে তিনি বলেন, “এই হামলা ইসরাইল স্বাধীনভাবেই পরিচালনা করেছে।”

এদিকে, এই হামলার ফলে কাতারসহ উপসাগরীয় অঞ্চলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয়েছে কি না—এমন প্রশ্নের উত্তরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও জানান, “আমরা উপসাগরীয় মিত্রদের সঙ্গে আমাদের সম্পর্ক দৃঢ় রেখেছি এবং রাখবো।”

অন্যদিকে, ট্রাম্প এ হামলার সমালোচনা করে বলেন, “এই ধরনের সামরিক পদক্ষেপ ইসরাইল কিংবা যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদী লক্ষ্য পূরণে সহায়ক নয়।” তিনি কাতারকে “ঘনিষ্ঠ মিত্র” হিসেবেও উল্লেখ করেন।

নেতানিয়াহু-রুবিও বৈঠকটি এমন এক সময়ে অনুষ্ঠিত হলো, যখন কাতারে অনুষ্ঠিত একটি জরুরি শীর্ষ সম্মেলনে আরব ও মুসলিম দেশগুলোর নেতারা কাতারের প্রতি সংহতি প্রকাশ করেন। দোহায় অনুষ্ঠিত ওই সম্মেলনে তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের ‘দ্বিমুখী নীতি’র সমালোচনা করে ইসরাইলের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। কাতারের প্রধানমন্ত্রী স্পষ্ট ভাষায় বলেন, “ইসরাইলকে জবাবদিহির আওতায় আনা উচিত।”

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement