ভরা মৌসুমে ও ঘাটে নেই ইলিশ:হতাশ জেলে-ব্যবসায়ীরা

ভরা মৌসুমে ও ঘাটে  নেই ইলিশ:হতাশ জেলে-ব্যবসায়ীরা ছবি: বিজনেস ডেইলি

লক্ষ্মীপুর প্রতিনিধি

Published : ২২:০৬, ২০ সেপ্টেম্বর ২০২৫

ইলিশের ভরা মৌসুমে মাছ কেনা-বেচাতে ব্যস্ত সময় পার করার কথা আড়ৎদারদের।  অথচ তারা  শুয়ে-বসে অলস সময় পার করছেন। এইসব চিত্র দেখা যায়  লক্ষ্মীপুরের মজু-চৌধুরীরহাট,  কমলনগর উপজেলার মাতাব্বর হাট ও নাসিরগঞ্জের মাছঘাটে।

মাঝে মধ্যে জেলেরা হতাশ হয়ে সামান্য কিছু ইলিশ নিয়ে ঘাটে আসছেন। কিন্তু চাহিদার তুলনায় সেই সরবরাহ খুবই কম।

আড়ৎদাররা বলছেন, এইবছর  নদীতে মাছের তেমন দেখা নেই। জেলেরাও মাছ বেশি ধরতে না পারায় আমরা অলস সময় পার করছি। জেলেরা অনেক টাকার তেল খরচ করে মাছ ধরতে যায়।কিন্তু যেই মাছ আসে ওইগুলো বিক্রি করে তাদের  খরচের টাকাও পায় না। এখন মাছ কম পাওয়াতে দাম ও একটু বেশি।

পাইকাররা বলছেন, চাহিদার তুলনায় মাছ কম থাকায় ডাকের মাধ্যমে চড়া দামে কিনতে হচ্ছে তাদের। তবে এই বছরেই মাছের দাম ভরা মৌসুমেও অধিক বৃদ্ধি পেয়েছে। তাই বিক্রি ও কম।

ক্রেতারা বলছেন, আগে আধা কেজি বা এক কেজি ওজনের মাছ কিনে নিয়ে যেতাম। এইবার অধিক দাম থাকায় এখন আর  সাহস পাই না।"ছোট মাছ গুলো নিয়েই বাড়িতে যেতে হয়।

জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ বিল্লাল হোসেন জানান, জেলেদের ভাষায় এক মোখাতে তারা ৩০ লাখ টাকার ও মাছ বিক্রি করতে পারে। এখনো সময় আছে, এই মাসের শেষের দিকে বা আগামী মাসের প্রথমে তারা ভালো মাছ পাবে।মাছ অধিক পেলে তখন খুচরা বাজারেও ইতিবাচক প্রভাব পড়বে।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement