কবে থেকে শুরু হচ্ছে টানা ৪ দিনের ছুটি?

কবে থেকে শুরু হচ্ছে টানা ৪ দিনের ছুটি? ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২২:২২, ২০ সেপ্টেম্বর ২০২৫

নির্বাহী আদেশে আসছে বাড়তি ছুটি। আগামী ১ অক্টোবর সরকারি দপ্তর বন্ধ থাকবে। এর পরদিন অর্থাৎ বৃহস্পতিবার (২ অক্টোবর) বিজয়া দশমী উপলক্ষে নির্ধারিত ছুটি থাকায় শুক্রবার ও শনিবারের সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা একটানা চার দিনের ছুটির আনন্দ পাবেন।

অন্যদিকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছুটি আরও দীর্ঘ। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ৭ অক্টোবর পর্যন্ত মোট ১২ দিন ছুটি থাকবে স্কুল-কলেজে।

তবে শিক্ষার্থীদের জন্য বাড়তি পাওনা হলো, পূজার আগে ২৬ ও ২৭ সেপ্টেম্বর শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটিও যুক্ত হচ্ছে। আবার ৬ অক্টোবর শ্রী শ্রী লক্ষ্মী পূজার জন্য শিক্ষার্থীরা ঐচ্ছিক ছুটি পাবে। ফলে ছুটির আমেজ হবে আরও দীর্ঘায়িত।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সর্বশেষ প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি ও বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে টানা ১২ দিন শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে।

এই ছুটির মধ্যে দুর্গাপূজার পাশাপাশি ফাতেহা-ই-ইয়াজ দাহম, প্রবারণা পূর্ণিমা ও শ্রী শ্রী লক্ষ্মী পূজার ছুটি একসাথে অন্তর্ভুক্ত রয়েছে। তবে বিশ্ববিদ্যালয়গুলো যেহেতু সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, তাই তাদের ছুটির সময়সূচি চূড়ান্ত করবে নিজ নিজ সিন্ডিকেট সভা।

 

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement