না ফেরার দেশে জুবিন গর্গ, সত্যি হলো তারই করা ভবিষ্যদ্বাণী

না ফেরার দেশে জুবিন গর্গ, সত্যি হলো তারই করা ভবিষ্যদ্বাণী ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০০:১৮, ২১ সেপ্টেম্বর ২০২৫

ভারতীয় সংগীত অঙ্গনে আবার নেমে এলো শোকের ছায়া। স্কুবা ডাইভিংয়ের সময় গুরুতরভাবে আহত হয়ে প্রাণ হারালেন জনপ্রিয় গায়ক জুবিন গার্গ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর।

সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। তবে এই মৃত্যুকে স্বাভাবিক মনে করছেন না গুয়াহাটির এক আইনজীবী। তার অভিযোগ, গাফিলতির কারণেই জুবিনের মৃত্যু হয়েছে। আয়োজকদের বিরুদ্ধে থানায় মামলা করেছেন আইনজীবী রাতুল বোরা।

২০০১ সালে ক্যারিয়ারের শীর্ষে ছিলেন জুবিন গার্গ। আসামীয় সিনেমায় টানা হিট গান উপহার দিচ্ছিলেন তিনি। সেই বছরেই ধাগ ছবিতে গাওয়া তার গান মায়াবিনী রাতির বুকুত আসাম ও বাইরের মানুষের হৃদয় জয় করে নেয়। পরবর্তীতে হিন্দি ও বাংলা সিনেমার জন্য একের পর এক জনপ্রিয় গান গেয়ে যান এই শিল্পী।

দুই দশক পেরিয়ে গেলেও মায়াবিনী রাতির বুকুত গানটির আবেদন কমেনি। বছর দুয়েক আগে আসামের এক মঞ্চে গান ধরার আগে তিনি বলেছিলেন, “আমার মৃত্যু হলে আসামের বুকজুড়ে এই গান বাজবে।” সেই কথাই যেন সত্যি হয়ে গেল!

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়ায় ঢেকে যায় আসাম। কাহিলিপাড়ায় গায়কের বাসার সামনে ভিড় জমে অসংখ্য মানুষ। কেউ কাঁদতে কাঁদতে গান ধরছেন, কেউ আবার হতবিহ্বল। অন্ধকারের মধ্যে কোথাও ভেসে আসছে তার অমর গান মায়াবিনী রাতির বুকুত ঠিক যেমনটা তিনি নিজেই চেয়েছিলেন।

আসামে জন্ম নেওয়া জুবিন নব্বইয়ের দশকে সংগীতে পথচলা শুরু করেন। নিজের প্রতিভায় জায়গা করে নেন বলিউডেও। তবে হিন্দি চলচ্চিত্রে জনপ্রিয় হলেও আসাম ও মাতৃভাষার সংস্কৃতিকে কখনও ভোলেননি। সেই সংস্কৃতিকে বিশ্বে ছড়িয়ে দিতে গিয়েই তিনি পাড়ি জমিয়েছিলেন সিঙ্গাপুরে।

শনিবার (২০ সেপ্টেম্বর) সিঙ্গাপুরে অনুষ্ঠিতব্য নর্থ ইস্ট ফেস্টিভ্যালে পারফর্ম করার কথা ছিল তার। কিন্তু সেই মঞ্চ আর আলোকিত হলো না জুবিনের কণ্ঠে। শোকের আবহে ভাসছে গোটা আসাম, প্রিয় শিল্পীকে শেষবারের মতো দেখার অপেক্ষায় ভক্ত-অনুরাগীরা।

মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানিয়েছেন, শনিবার সিঙ্গাপুরেই ময়নাতদন্ত হবে। এরপর আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষ করে ভারতীয় কর্তৃপক্ষের কাছে মরদেহ হস্তান্তর করা হবে এবং দেশে ফেরানো হবে জুবিনকে।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement