শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপনে মতবিনিময় সভা

শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপনে মতবিনিময় সভা ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২২:৩৬, ২০ সেপ্টেম্বর ২০২৫

সুনামগঞ্জ জেলা বিএনপি আসন্ন শারদীয় দুর্গোৎসবকে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখরভাবে উদযাপনের লক্ষ্যে হিন্দু সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছে।

জেলা বিএনপির নেতারা জানান, দুর্গোৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে আয়োজকদের সর্বাত্মক সহযোগিতা করবে বিএনপি। শনিবার দুপুরে শহরের এক অভিজাত হোটেলের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় এই মতবিনিময় সভা।

সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন। সঞ্চালনায় ছিলেন আহ্বায়ক কমিটির স্বাক্ষর-ক্ষমতাপ্রাপ্ত সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল হক।

এ সময় বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও পিপি অ্যাডভোকেট মল্লিক মঈনুদ্দিন সোহেল, অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল, এডিশনাল পিপি অ্যাডভোকেট শেরেনুর আলী, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট মাসুক আলম, অ্যাডভোকেট আব্দুল মজিদ চৌধুরী, রেজাউল হক, আ.ত.ম মিসবাহ, নজরুল ইসলাম, আবুল কালাম আজাদ, আকবর আলী, কাজী নাসিম উদ্দিন লালা, অশোক তালুকদার, পৌর বিএনপির আহ্বায়ক সাইফুল্লাহ হাসান জুনেদ, সদস্য সচিব মুর্শেদ আলম, জাসাস সাধারণ সম্পাদক মোনাজ্জির হোসেন সুজন, চেয়ারম্যান আব্দুল হাই, যুবদল নেতা কামরুল হাসান রাজু, শ্রমিক নেতা সোহেল আহমদ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনাজ্জির হোসেন, সদস্য সচিব জাহাঙ্গীর আলমসহ আরও অনেকে।

অন্যদিকে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য দেন অরুণ চন্দ্র তালুকদার, মতিলাল চন্দ্র, অ্যাডভোকেট দীপংকর বণিক, অ্যাডভোকেট প্রসেনজিত দে পিনু, সুমন চক্রবর্তী, মাধব চন্দ্র রায়, মিন্টু চৌধুরী ও অজিত দাস।

বক্তারা বলেন, সুনামগঞ্জ হলো সাম্প্রদায়িক সম্প্রীতির এক ঐতিহ্যবাহী জনপদ। বহু বছর ধরে এখানে সব ধর্মের মানুষ শান্তিপূর্ণ সহাবস্থানে বসবাস করে আসছেন। সেই ঐতিহ্যের ধারাবাহিকতায় এবারের দুর্গোৎসবও উৎসবমুখরভাবে সম্পন্ন হবে। জেলা বিএনপি নেতাকর্মীরা সর্বাত্মক সহায়তা করবেন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের কোনো অপচেষ্টা হলে তা প্রতিহত করা হবে।

তারা আরও উল্লেখ করেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিশেষ নির্দেশ রয়েছে—সারা দেশের সনাতন ধর্মাবলম্বীরা যেন নির্বিঘ্নে ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব উদযাপন করতে পারেন। এজন্য দলের নেতাকর্মীদের সজাগ থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement