কোহলির রেকর্ড ভেঙে দিলেন স্মৃতি মন্ধনা

কোহলির রেকর্ড ভেঙে দিলেন স্মৃতি মন্ধনা ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২২:৪৬, ২০ সেপ্টেম্বর ২০২৫

বিশ্বকাপের আগে ভারতীয় ক্রিকেটে নেমেছে আনন্দের জোয়ার। স্বপ্নের মতো দুর্দান্ত ফর্মে আছেন স্মৃতি মন্ধনা। অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে তিনি মাত্র ৫০ বলে সেঞ্চুরি হাঁকালেন। মহিলাদের ওয়ানডে ক্রিকেটে এটি দ্বিতীয় দ্রুততম শতক, আর ভারতীয় ক্রিকেটে একেবারেই রেকর্ড। শুধু তাই নয়, বিরাট কোহলির করা ৫২ বলে শতকের নজিরকেও ছাড়িয়ে গেলেন তিনি।

নারী ওয়ানডে ক্রিকেটে দ্রুততম শতকের বিশ্বরেকর্ডটি রয়েছে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মেগ ল্যানিংয়ের দখলে। ২০১২ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে তিনি করেছিলেন ৪৫ বলে সেঞ্চুরি। পুরুষ-নারী মিলিয়ে ভারতের হয়ে সবচেয়ে দ্রুত সেঞ্চুরির রেকর্ড এতদিন ছিল বিরাট কোহলির দখলে। ২০১৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫২ বলে সেঞ্চুরি করেছিলেন তিনি। সেই রেকর্ড এবার ভেঙে দিলেন স্মৃতি।

এর আগে ভারতের নারী ক্রিকেটে দ্রুততম শতকও ছিল স্মৃতির। আয়ারল্যান্ডের বিপক্ষে করেছিলেন ৭০ বলে সেঞ্চুরি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও ৭৭ বলে শতক হাঁকিয়েছিলেন তিনি। এবার ৫০ বলে সেঞ্চুরি করে নতুন ইতিহাস গড়লেন।

অর্থাৎ, ভারতীয় ক্রিকেটে দ্রুততম শতকের তালিকার প্রথম তিনটি স্থানেই এখন স্মৃতি মন্ধনা। অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনি শেষ পর্যন্ত ৬৩ বলে ১২৫ রান করেন। তাঁর ঝোড়ো ইনিংসে ছিল ১৭টি চার ও পাঁচটি ছক্কা।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement