হোয়াটসঅ্যাপের নতুন চমক, এবার ভুলে যাওয়া বার্তাও মনে করিয়ে দেবে যে ফিচার

Published : ০০:৪৪, ২১ সেপ্টেম্বর ২০২৫
বর্তমান সময়ে অন্যতম জনপ্রিয় ম্যাসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। নিয়মিতই নতুন নতুন আপডেট নিয়ে আসছে এই প্ল্যাটফর্ম। এবার ব্যবহারকারীদের জন্য যোগ হয়েছে আরও একটি গুরুত্বপূর্ণ ফিচার, যা মনে করিয়ে দেবে প্রয়োজনীয় তথ্য।
আমরা প্রতিদিনই নানা মানুষের সঙ্গে হোয়াটসঅ্যাপে কথা বলি। সেই আলোচনার ভিড়ে অনেক গুরুত্বপূর্ণ বার্তা হারিয়ে যায় কিংবা পরে খুঁজে পাওয়া যায় না। অনেক সময় আবার ভুলেও যাই।
কিন্তু এখন থেকে আর সেই ঝামেলা নেই। হোয়াটসঅ্যাপে এসেছে এক নতুন ফিচার— ‘নোটিফিকেশন রিমাইন্ডার্স ফর মেসেজেস’।
কী এই নতুন ফিচার?
এই ফিচারের মাধ্যমে যেকোনো বার্তায় ‘রিমাইন্ডার’ সেট করা যাবে। এরপর নির্ধারিত সময়ে সেই বার্তাটি আবার স্ক্রিনে ভেসে উঠবে এবং ব্যবহারকারীকে মনে করিয়ে দেবে।
যেসব মেসেজে রিমাইন্ডার সেট করা হবে, সেগুলোর পাশে একটি বিশেষ ‘রিমাইন্ডার আইকন’ দেখা যাবে। নির্দিষ্ট সময়ে বার্তাটি স্ক্রিনে উঠে আসার পর সেই আইকন স্বয়ংক্রিয়ভাবে সরে যাবে। ফলে গুরুত্বপূর্ণ বার্তা ভুলে যাওয়ার আশঙ্কা কমবে, আবার খুঁজে বের করার ঝামেলাও থাকবে না।
কারা ব্যবহার করতে পারবেন?
প্রথম ধাপে কেবল আইফোন ব্যবহারকারীরাই এই ফিচারের সুবিধা পাবেন। তবে শিগগিরই অ্যান্ড্রয়েডেও এটি চালু হবে বলে জানা গেছে। আপাতত আইফোনে হোয়াটসঅ্যাপের ২৫.২৫.৭৪ ভার্সনেই ফিচারটি সক্রিয় রয়েছে।
BD/AN