বাঘ সিংহর লড়াইয়ে বাঘের জয়

বাঘ সিংহর লড়াইয়ে বাঘের জয় ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০০:২৬, ২১ সেপ্টেম্বর ২০২৫

এশিয়া কাপের গ্রুপ পর্বের বাধা কাটিয়ে বাংলাদেশ জায়গা করে নিয়েছিল সুপার ফোরে। আর সেই পর্বের প্রথম ম্যাচেই দারুণ সূচনা করেছে টাইগাররা। শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নেমে ৬ উইকেটের ব্যবধানে লঙ্কানদের হারিয়েছে সাকিব-মুশফিকরা।

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে লঙ্কানদের দেয়া ১৬৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। দলীয় মাত্র ১ রানেই শূন্য হাতে ফিরতে হয় তানজিদ হাসান তামিমকে। তবে সেই চাপ কাটিয়ে জুটি গড়েন সাইফ হাসান ও লিটন দাস। দুইজন মিলে দলীয় রান পৌঁছে দেন পঞ্চাশে।

তবে লিটন ২৩ রানে বিদায় নিলে ভাঙে জুটি। এরপর ব্যাট হাতে দারুণ আগ্রাসী খেলেন সাইফ, সঙ্গ দেন তরুণ তাওহীদ হৃদয়। ক্যারিয়ারের প্রথম হাফসেঞ্চুরি তুলে নেন সাইফ। অন্যদিকে হৃদয়ের ব্যাট থেকেও আসে ঝড়ো রান। শেষ পর্যন্ত সাইফ ৪৫ বলে ৬১ রান করে বিদায় নেন।

বিস্তারিত আসছে...

 

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement