সারা দেশের প্রতিনিধিদের মিলনমেলা: ঢাকা পোস্টের মিট দ্যা এডিটর

Published : ১৪:০৫, ২৫ সেপ্টেম্বর ২০২৫
ঢাকা পোস্ট পরিবার মিলনমেলায় মুখরিত: মিট দ্যা এডিটর অনুষ্ঠানে হাসি-আনন্দ ও অভিজ্ঞতা বিনিময়ের সুর
সারা দেশ থেকে আগত প্রতিনিধি ও সংবাদকর্মীদের মিলনে মুখরিত হয়ে উঠেছে ঢাকা পোস্ট পরিবার। হাসি-আনন্দ আর খুনসুটি ভরপুর এই আয়োজনের নাম দেওয়া হয়েছে ‘মিট দ্যা এডিটর’, যেখানে একত্রিত হয়েছেন নিউজপোর্টালের কেন্দ্রীয় টিম ও আঞ্চলিক প্রতিনিধিরা।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বনানীর গোল্ডেন টিউলিপে শুভেচ্ছা বিনিময় ও আলাপের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। দিনব্যাপী অনুষ্ঠানে রয়েছে আলোচনা সভা, ভিজ্যুয়াল কনটেন্ট নিয়ে সেশন, অভিজ্ঞতা বিনিময়, মুক্ত আলোচনা, র্যাফেল ড্রসহ নানান আয়োজন।
ঢাকা পোস্টের ভারপ্রাপ্ত সম্পাদক কামরুল ইসলাম বলেন, “দীর্ঘ প্রতীক্ষিত বিশেষ দিনটি আজ আমাদের। এটি একটি মিলনমেলার দিন। আমরা সবাই মিলে একটি পরিবার। প্রতিনিধিরাই ঢাকা পোস্টের প্রাণ; আপনারা পাঠকপ্রিয়তার শিখরে পৌঁছে দিচ্ছেন আমাদের নিউজের স্বচ্ছতা, নির্ভরযোগ্যতা ও গ্রহণযোগ্যতার নিশ্চয়তা।” তিনি আরও বলেন, সকল প্রতিনিধির উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদানই ছিল আজকের মূল লক্ষ্য।
জ্যেষ্ঠ বার্তা সম্পাদক মাহবুব আলম সোহাগ যোগ করেন, “আজকের আয়োজন মূলত আমাদের সবাইকে একে অপরের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় ও খোলামেলা আলোচনার সুযোগ দেয়। জেলা প্রতিনিধিরা যাদের অক্লান্ত পরিশ্রমে খবর পৌঁছে যায় পাঠকের কাছে, তাদের সম্মান ও সংহতির প্রতীক এই অনুষ্ঠান।”
রাজশাহীর জেলা প্রতিনিধি শাহিনুল আশিক বলেন, “ভার্চুয়ালি আমরা একে অপরের সঙ্গে নিয়মিত যোগাযোগ করি, তবে সরাসরি দেখা খুব কম হয়। আজকের মিট দ্যা এডিটর অনুষ্ঠানে এসে পরিচিত সবাইকে বুকে জড়িয়ে নেওয়ার সুযোগ হয়েছে। দিনব্যাপী খুনসুটি, হাসি, আলাপ, ছবি তোলা এবং অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে দিনটি আমাদের জন্য সত্যিই আনন্দময়।”
নেত্রকোনা জেলা প্রতিনিধি মুন্না দেবনাথ যোগ করেন, “দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমরা ঢাকায় এসেছি, যেন নিজেদের কথা বলতে পারি, অভিজ্ঞতা বিনিময় করতে পারি। ঢাকা পোস্টে আমরা সবাই মিলেই একটি পরিবার। আজকের দিনটি আমাদের জন্য এক বিশেষ মুহূর্ত, যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। এটি আসলেই দারুণ, অসাধারণ।”
মোটের উপর, ঢাকা পোস্টের এই মিট দ্যা এডিটর অনুষ্ঠান ছিল এক মিলনমেলা, যেখানে হাসি-আনন্দ, অভিজ্ঞতা ভাগাভাগি এবং পরিবারের মতো সখ্যতার ছোঁয়া মিলিয়ে সত্যিই বিশেষ একটি দিন উপহার দিয়েছে।
BD/AN