পীরগঞ্জে গ্রীষ্মকালীন ক্রিড়া প্রতিযোগিতা

Published : ০০:৩৪, ২৫ সেপ্টেম্বর ২০২৫
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা পর্যায়ে ৫২ তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন খেলাধুলা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে পীরগঞ্জ মিনি স্টেডিয়াম মাঠে ফুটবল, হ্যান্ডবল, কাবাডি দাবা ও উপজেলা পরিষদ পুকুরে সাঁতার সহ বিভিন্ন ধরনের এথলেটিক ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এন এম ইশফাকুল কবীর, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আরিফুল্লাহ, প্রেসক্লাব সভাপতি জয়নাল আবেদীন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, লোহাগাড়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালিকুজ্জামান, পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহজালাল সাজু , ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মোস্তফা আলম, সিংগারোল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুক মন্ডল প্রমুখ। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।
BD/AN