ছবি পোস্টে নেটিজেনদের সমালোচনার মুখে দেব

ছবি পোস্টে নেটিজেনদের সমালোচনার মুখে দেব ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৪:২১, ২৫ সেপ্টেম্বর ২০২৫

চলতি বছরই বক্স অফিসে মুক্তি পাচ্ছে ওপার বাংলার সুপরিচিত অভিনেতা দেবের অভিনীত ছবি ‘রঘু ডাকাত’। সিনেমার ঘোষণা দেওয়া হয়েছিল কয়েক বছর আগে, আর প্রথম লুক প্রকাশের পরেই একাধিক ফ্যানপেজে ছবিটি আলোচিত হয়। কিন্তু এরপর হঠাৎ কাজ বন্ধ হয়ে যায়।

ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি ‘বেঙ্গলস বিগেস্ট কার্নিভাল’ শুরু হয়েছে। এই অনুষ্ঠানে দেব তার পুরো টিম নিয়ে ভারতের বিভিন্ন স্থানে সিনেমার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। সেই সময়ে তিনি ছবির একটি মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন, যা দেখে নেটিজেনদের মধ্যে নানা রকম প্রতিক্রিয়া দেখা দেয়।

ছবিতে দেখা যায়, এক বুক পানিতে দাঁড়িয়ে দেব ‘রঘু ডাকাত’-এর পোশাকে হাত জোর করে এবং চোখ বন্ধ করে ছিলেন। দেব এই ছবি মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। তবে এর আগের রাতে কলকাতা ও আশেপাশের এলাকায় প্রবল বৃষ্টির ফলে পাঁচ ঘণ্টার মধ্যে পানি জমে জনজীবন বিপর্যস্ত হয়ে যায়। সেই পরিস্থিতিতে ছবিটি দেখে নেটিজেনরা নানা রকম কটাক্ষ শুরু করেন।

এক ব্যক্তি লিখেন, “ঘাটালের জলে ভেসে উঠল কুমির।” অন্যজন লেখেন, “ঠিক দিনে পোস্ট এসেছে। একদম সঠিক সময়।” একজন আরও লেখেন, “কলকাতার বর্তমান পরিস্থিতিতে রঘু ডাকাতও একটু স্নান করে নিচ্ছে।” কেউ আবার বিরক্তি প্রকাশ করে লিখেছেন, “কতটা অসংবেদনশীল হতে হবে কেউ এই ছবি শেয়ার করতে, ভাবুন।”

ছবিটি এবং দেবের পোস্ট এইভাবে আলোচনার কেন্দ্রে চলে আসে, যেখানে অনেকে তা মজা করে উপভোগ করছেন, আবার অনেকে সমালোচনা করছেন নগরীর বাস্তব পরিস্থিতির সঙ্গে ছবির মিল নিয়ে।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement