নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুজন তরুণ ট্রাকচালক। বৃহস্পতিবার (২ অক্টোবর) ভোরে কাঁচপুর সেতুর শিমরাইল অংশে এ দুর্ঘটনার ঘটনা ঘটে।
শিমরাইল হাইওয়ে থানার ইনচার্জ জুলহাস উদ্দিন জানান, ভোরের দিকে কাঁচপুর ব্রিজের শিমরাইল প্রান্তে দুটি ট্রাক দাঁড়িয়ে ছিল। কিছু সময় পর প্রায় একশ গজ দূরে তাদের দুই চালকের মরদেহ বিবস্ত্র অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।
তিনি জানান, নিহতরা একই মালিকের মালবাহী দুটি ট্রাক চালাচ্ছিলেন। পথে একটির যান্ত্রিক ত্রুটি দেখা দিলে অন্য ট্রাক দিয়ে সেটিকে পেছন থেকে টেনে নিয়ে যাওয়া হচ্ছিল। এসময় ব্রিজের ডিভাইডারের ওপর দিয়ে ট্রাক ওঠানোর চেষ্টা চলছিল।
ধারণা করা হচ্ছে, চালকেরা হয়তো রাস্তা পার হচ্ছিলেন অথবা অন্য গাড়ির সহযোগিতা চাইছিলেন। সেই মুহূর্তেই দুর্ঘটনা ঘটে যায়।
পুলিশ জানায়, নিহতদের বয়স আনুমানিক ২৪ থেকে ২৫ বছরের মধ্যে। এদের একজনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে—তিনি হলেন ময়মনসিংহের রহমতপুর এলাকার রাকিব।
দুর্ঘটনার খবর পেয়ে ট্রাকের মালিকের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং তিনি দ্রুত ঘটনাস্থলে আসছেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।