গরুর মাংসে হাড় নিয়ে কসাই-ক্রেতার রক্তক্ষয়ী সংঘর্ষ

গরুর মাংসে হাড় নিয়ে কসাই-ক্রেতার রক্তক্ষয়ী সংঘর্ষ ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১২:১২, ৪ অক্টোবর ২০২৫

চাঁদপুরের বিপনীবাগ বাজারে গরুর মাংসের হাড় বেশি দেওয়াকে কেন্দ্র করে কসাই ও ক্রেতার মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে।

শুক্রবার (৩ অক্টোবর) রাতে সদর মডেল থানার ওসি বাহার মিয়া আটকের বিষয়টি নিশ্চিত করেন।

ক্রেতা এমদাদ প্রধানীয়া জানিয়েছেন, বৃহস্পতিবার রাত ৮টায় তিনি স্ত্রী ও স্বজনদের সঙ্গে বিপনীবাগ বাজারের সোহেল নামের কসাইয়ের দোকান থেকে চার কেজি গরুর মাংস কিনতে যান।

মাংসের দাম কেজি প্রতি ৬৫০ টাকা নির্ধারিত ছিল। কিন্তু মাংসের সঙ্গে প্রায় দুই কেজি চর্বি ও হাড় গোপনে মিশিয়ে দেওয়ায় বিষয়টি টের পেয়ে তিনি প্রতিবাদ করলে সোহেল তাকে ধাক্কা দেন।

এতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এমদাদের ছেলে শাহজালাল জুয়েল এগিয়ে আসলে সাগর বকাউল নামে আরও একজন তাকে মারধর করেন। এরপর আরও কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিতভাবে হামলা চালিয়ে পরিবারের সদস্যদের গুরুতরভাবে আহত করে।

হামলায় আহত আহাদ বলেন, তিনি চাপাতির কোপ থেকে বাঁচতে গিয়ে হাত ও মুখে কিলঘুষি খেয়ে গুরুতর আহত হন। এসময় রাহিম হোসেন নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাতের মাধ্যমে পিঠে রক্তাক্ত ক্ষত দেওয়া হয়। কসাইয়ের দলটি পরিবারের নারী সদস্যদের ওপরও হামলা চালায়, কিল-ঘুষি মারে এবং শ্লীলতাহানির চেষ্টা করে।

এমদাদের ছেলে জুয়েল জানান, হামলার সময় পরিবারের এক নারীর সোনার চেইন ছিনিয়ে নেওয়া হয়, যার মূল্য প্রায় এক লাখ ত্রিশ হাজার টাকা। পরে স্থানীয় জনতার সহযোগিতায় আহত পরিবারকে চাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

অন্যদিকে আটককৃত সোহেলসহ অভিযুক্তরা দাবি করেছেন, মাংসে হাড় থাকার কারণে ক্রেতা ক্ষুব্ধ হয়ে ঝগড়ায় জড়িয়েছে এবং তাদের পরিবারের নারীদের কোনো ধরনের আঘাত বা টাকা নেওয়ার ঘটনা ঘটেনি।

চাঁদপুর সদর মডেল থানার ওসি বাহার মিয়া জানান, ঘটনা সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে পুলিশ তিনজনকে আটক করেছে এবং তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে দ্রুত আদালতে পাঠানো হয়েছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement