শ্বশুরের যৌন নির্যাতনের পর হত্যার ঘটনায় স্বামী গ্রেপ্তার

শ্বশুরের যৌন নির্যাতনের পর হত্যার ঘটনায় স্বামী গ্রেপ্তার ছবি: বিজনেস ডেইলি

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৯:০৩, ৪ অক্টোবর ২০২৫

শ্বশুরের যৌন নির্যাতনের পর গৃহবধূ মিতু আক্তারকে (১৯) হত্যার অভিযোগে স্বামী সোহান ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার পর থেকে পলাতক থাকা সোহানকে গত ৩ অক্টোবর শুক্রবার দিবাগত রাতে পঞ্চগড়ের মিলগেট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

জানা যায়, গত ৩০ সেপ্টেম্বর রংপুর নগরীর বালাপাড়া এলাকার নিজ ঘর থেকে মিতু আক্তারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রথমে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করা হলেও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে মিতুর শ্বশুরের যৌন নির্যাতনের একটি ভিডিও ভাইরাল হয়। ফলে ঘটনাটিকে ভিন্ন দিকে মোড় দেয়।

স্থানীয়রা দাবি করেন নির্যাতনের পর মিতুকে হত্যা করেছে। পরে আত্মহত্যার নাটক সাজানো হয়েছে। রংপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার তোফায়েল আহমেদ বলেন, গোয়েন্দা তৎপরতা চালিয়ে নিহতের স্বামী সোহান ইসলামকে পঞ্চগড় থেকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ঘটনায় নিহত মিতু আক্তারের বাবা মিনজুল ইসলাম চারজনকে আসামি করে ধর্ষণ ও হত্যা মামলা দায়ের করেন। উপ পুলিশ কমিশনার বলেন, আমরা ঘটনার সব দিক খতিয়ে দেখা হচ্ছে। মামলার প্রধান আসামি গৃহবধূর শ্বশুর রাজা মিয়াসহ অন্যদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement