ছাত্র সমন্বয়ক পরিচয় ব্যবহার করে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত এক যুবককে দুই সহযোগীর সঙ্গে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।
শনিবার (৪ অক্টোবর) ভোরে রাজধানীর উত্তরার দক্ষিণখান এলাকা থেকে বাংলাদেশ সেনাবাহিনী নেতৃত্বে এই যৌথ অভিযানে আসাদুর রহমান আকাশ, তার সহযোগী মো. ফরিদ উদ্দিন এবং মো. রবিনকে আটক করা হয়।
বাংলাদেশ সেনাবাহিনীর ফেসবুক পোস্ট অনুযায়ী, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানে প্রাপ্ত অভিযোগে জানা যায়, গ্রেপ্তারকৃত আকাশ ও সহযোগীরা চাঁদাবাজি, কিশোর গ্যাং পরিচালনা, সাংবাদিকদের ওপর হামলা,
ভয় দেখিয়ে টাকা আদায় এবং বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল। সম্প্রতি একটি সিসিটিভি ফুটেজে আকাশ ও তার সহযোগীদের দ্বারা সাংবাদিকদের ওপর শারীরিক নির্যাতনের দৃশ্য ধরা পড়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আকাশ জুলাই গণঅভ্যুত্থানের পর রাজনৈতিক পরিচয় ব্যবহার করে জনসাধারণের সমস্যার সমাধানের নামে চাঁদাবাজি এবং মামলা বাণিজ্যে লিপ্ত ছিল।
পাশাপাশি, বিভিন্ন স্থানে মব সৃষ্টি করে নিরীহ মানুষদের মারধর, বাজার দখল এবং কিশোর গ্যাং পরিচালনার মাধ্যমে ত্রাস সৃষ্টি করত।
বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, আইন-শৃঙ্খলা বহির্ভূত কার্যক্রম বন্ধ ও দেশের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি, জনগণকে যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প বা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে জানাতে আহ্বান জানানো হয়েছে।