দুর্গাপূজা ছুটির পর ভারত থেকে হিলি বন্দরে কাঁচামরিচ আমদানি শুরু
দুর্গাপূজা উপলক্ষে টানা ছয় দিন বন্ধ থাকার পর ভারতের হিলি স্থলবন্দর দিয়ে কাঁচামরিচ আমদানি পুনরায় শুরু হয়েছে। বর্তমানে প্রতি কেজি কাঁচামরিচের দাম ধরা হয়েছে ১৬০ টাকা। আমদানি করা মরিচগুলো সরবরাহ করা হচ্ছে ঢাকা, সিলেট, রংপুরসহ দেশের বিভিন্ন জেলা শহরে।
হিলি বন্দরের আমদানিকারক শাহাবুল জানিয়েছেন, দুর্গাপূজার ছুটির কারণে বাণিজ্য কার্যক্রম গত ছয় দিন বন্ধ ছিল। ছুটি শেষে শনিবার ভারতের মধুপুর, বেল ডাঙ্গা, বিহারসহ বিভিন্ন প্রদেশ থেকে মরিচ আমদানি শুরু হয়েছে। তিনি আরও জানান, আগামী কয়েকদিনে আমদানি আরও বৃদ্ধি পাবে, যার ফলে কাঁচামরিচের দামও কমে আসবে।
বন্দর থেকে মরিচ কেনা পাইকাররা বলেন, দেশি মরিচের দাম দুর্গাপূজা ছুটির কারণে অনেক বেড়ে গিয়েছিল। পূর্বে ১২০-১৩০ টাকায় কেজি প্রতি দেশি মরিচ কেনা যেত, কিন্তু ছুটির সময় দাম বেড়ে দাঁড়ায় ৩৫০ টাকায়। হিলি বন্দরে আমদানি হওয়া মরিচে তারা প্রতি কেজি ১৬০ টাকায় প্রথম ট্রাক কিনেছেন।
হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা নিজাম উদ্দিন জানিয়েছেন, প্রথম দিনে ১১ ট্রাকে ১১০ মেট্রিকটন কাঁচামরিচ আমদানি হয়েছে। যেহেতু মরিচ পচনশীল পণ্য, তাই শুল্কায়ন ও পরীক্ষণের পর দ্রুত ছাড়করণের ব্যবস্থা করা হয়েছে।