সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানোর অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক ও আইনজীবী আহসান হাবিব ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার ভোরে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর পুলিশ সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায়।
শুনানির পর আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। আহসান হাবিব, আওয়ামী লীগের নেতা এমএ সাত্তার ভূঁইয়ার ছেলে।
এ বিষয়ে গুলশান থানার পরিদর্শক (তদন্ত) আবু বকর জানিয়েছেন, গত ১৩ সেপ্টেম্বর দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। মামলায় তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানোর অভিযোগ আনা হয়েছে।