লাইফ সাপোর্টে তোফায়েল আহমেদ, মৃত্যুর খবর মিথ্যা

লাইফ সাপোর্টে তোফায়েল আহমেদ, মৃত্যুর খবর মিথ্যা ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০১:১২, ৫ অক্টোবর ২০২৫

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, সাবেক মন্ত্রী এবং মুক্তিযুদ্ধের সংগঠক তোফায়েল আহমেদের (৮১) শারীরিক অবস্থা গুরুতরভাবে অবনতি হয়েছে। বর্তমানে তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার (৪ অক্টোবর) রাত ১১টার পর তার মেয়ের জামাই ডা. তৌহিদুজ্জামান সাংবাদিকদের জানান, ‘রাত ৮টার দিকে ওনার শারীরিক অবস্থা ক্রমেই খারাপের দিকে চলে গিয়েছিল; রক্তচাপ ও পালস কমে গিয়েছিল। তবে তা কিছুটা স্থিতিশীল হয়েছে। এখনও তাঁর অবস্থা ক্রিটিক্যাল। পূর্বের তুলনায় আরও অবনতি হয়েছে, তবে তিনি এখনো জীবিত আছেন।’

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে তোফায়েল আহমেদের মৃত্যু নিয়ে গুজব ছড়িয়েছে। পরে হাসপাতালে অবস্থান করা তার সাবেক ব্যক্তিগত সহকারীর সঙ্গে যোগাযোগ করা হলে জানা যায়, তিনি বর্তমানে লাইফ সাপোর্টে রয়েছেন।

তোফায়েল আহমেদ দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যায় ভুগছেন। ধীরে ধীরে তিনি চলাফেরা এবং কথাবলার ক্ষমতা হারান। কয়েক বছর ধরে তিনি হুইলচেয়ারে চলাফেরা করতেন এবং সাম্প্রতিক মাসগুলোতে পুরোপুরি শয্যাশায়ী হয়ে পড়েছেন।

শারীরিক অবস্থার আরও অবনতি হওয়ায় কয়েকদিন আগে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার অবস্থা ক্রমেই গুরুতর হওয়ায় তাকে আইসিইউতে রাখা হয়েছে, যেখানে বিশেষ চিকিৎসকের তত্ত্বাবধানে তাকে রাখা হচ্ছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement