শিবগঞ্জে পুলিশের হাত থেকে আ.লীগ নেতা ছিনতাই

Published : ১০:৩৯, ৫ অক্টোবর ২০২৫
বগুড়া জেলার শিবগঞ্জে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রিজ্জাকুল ইসলাম রাজুকে হ্যান্ডকাপসহ পুলিশের হাত থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয়দের বিরুদ্ধে।
ঘটনাটি ঘটেছে শনিবার রাত ৮টার দিকে উপজেলার চকভোলা খাঁ এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মামুনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে জুলাই বিপ্লব মামলার এজাহারভুক্ত আসামি রিজ্জাকুল ইসলাম রাজুকে গ্রেপ্তার করে। তাকে হ্যান্ডকাপ পরিয়ে থানায় নিয়ে যাওয়ার সময় এলাকাবাসী হঠাৎ বাধা দেয়। একপর্যায়ে তারা পুলিশের কাছ থেকে রাজুকে ছিনিয়ে নেয়। এ সময় পুলিশ ও স্থানীয়দের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে। এরপর থেকেই রাজু পলাতক রয়েছেন।
এ বিষয়ে বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আতোয়ার রহমান বলেন, “শনিবার রাত ৮টার দিকে পুলিশের কাছ থেকে আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। তবে এতে কোনো পুলিশ সদস্য আহত হননি। পালিয়ে যাওয়া আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।”
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার বিস্তারিত তদন্ত চলছে এবং আসামিকে দ্রুত আইনের আওতায় আনতে সর্বাত্মক প্রচেষ্টা নেওয়া হচ্ছে।
বিডি/এএন