গাজা সংঘাতের অবসানে চুক্তিতে সই চার দেশের

Published : ০০:৩৪, ১৫ অক্টোবর ২০২৫
ফিলিস্তিনের গাজায় দীর্ঘ দুই বছরের রক্তক্ষয়ী সংঘাতের অবসানের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ শান্তিচুক্তির ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র, মিসর, কাতার ও তুরস্ক।
সোমবার (১৩ অক্টোবর) মিশরের জনপ্রিয় পর্যটন শহর শারম আল শেখে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের শীর্ষ সম্মেলনে এই দেশগুলোর প্রতিনিধিরা গাজা চুক্তির গ্যারান্টি (জামিনদার) হিসেবে একটি ঘোষণাপত্রে স্বাক্ষর করেন।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপির খবরে বলা হয়, এই ঘোষণাপত্রের মাধ্যমে যুক্তরাষ্ট্র, মিসর, কাতার ও তুরস্ক আনুষ্ঠানিকভাবে প্রতিশ্রুতি দিয়েছে যে তারা গাজা চুক্তির বাস্তবায়ন ও স্থায়িত্ব নিশ্চিত করবে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই চুক্তিকে মধ্যপ্রাচ্যের ইতিহাসে এক “অসাধারণ দিন” বলে মন্তব্য করেন। তিনি বলেন, “এই ঘোষণাপত্রে যুদ্ধবিরতির স্পষ্ট রূপরেখা, নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং স্থায়ী শান্তি রক্ষার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।”
চুক্তিতে সইয়ের আগে ট্রাম্প আরও বলেন, “এই নথিতে সব নিয়ম-কানুন পরিষ্কারভাবে উল্লেখ থাকবে। আমি বিশ্বাস করি, এই শান্তি এবার স্থায়ী হবে।”
এদিকে, ইসরায়েল ও হামাসের মধ্যে বন্দি ও জিম্মি বিনিময় সম্পন্ন হওয়ার কয়েক ঘণ্টা পর ট্রাম্প ইসরায়েল সফরে যান—যা ছিল একটি বিশেষ রাজনৈতিক মুহূর্ত। তিনি দেশটির পার্লামেন্ট ‘কনেসেট’-এ ভাষণ দিয়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বের প্রশংসা করেন। এরপর মিশরে গিয়ে যোগ দেন গাজা শান্তি সম্মেলনে।
ইসরায়েলি সংসদে ট্রাম্প বলেন, “৭ অক্টোবর থেকে এই পুরো সময়টা ইসরায়েল এমন এক যুদ্ধের বোঝা বইছে, যা কেবল এক গর্বিত ও বিশ্বস্ত জাতিই বহন করতে পারে।”
তিনি আরও যোগ করেন, “দীর্ঘ দুই বছর ধরে গাজা অঞ্চলের হাজার হাজার পরিবার শান্তির একটিও দিন দেখতে পায়নি। আজ অবশেষে সেই বেদনাদায়ক অধ্যায়ের সমাপ্তি ঘটছে—শুধু ইসরায়েল নয়, ফিলিস্তিন ও সমগ্র অঞ্চলের মানুষের জন্যও এটি এক নতুন সূচনা।”
বিডি/এএন