ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যূ

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যূ ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁও প্রতিনিধি

Published : ০০:৫২, ১৮ অক্টোবর ২০২৫

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় গত ২৪ ঘন্টায় একজন শিক্ষক পত্নী ও একজন সরকারি কর্মচারী সহ ২ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার দুপুরে ট্রাকের ধাক্কায় রন্জু বেগম(৩৫)  নামে একজন শিক্ষক পত্নী এবং বৃহস্পতিবার সন্ধায় সড়ক দুর্ঘটনায় বিশ্বজিৎ বর্মন নামে একজন সরকারি কর্মচারী মারা যায়।রুহিয়া থানার ওসি একে নাজমুল কাদির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শুক্রবার(১৭ অক্টোবর) দুপুর পৌনে একটার দিকে রুহিয়া-আটোয়ারী সড়কের উত্তরা বাজার এলাকায় ট্রাকের ধাক্কায় রন্জু বেগম নামে একজন গৃহবধূ ঘটনাস্থলে মারা যায়।নিহত রন্জু বেগম তার স্বামীর মোটর সাইকেলে করে পাশ্ববর্তী আটোয়ারী বাজারে তার বাবার বাড়ি যাচ্ছিলেন।মোটর সাইকেলে মেয়ে আর্নিকাও ছিল।স্বামী রফিকুল ইসলাম সদর উপজেলার কশালগাঁও চিনিকলা মাদরাসার শিক্ষক ।

প্রত্যক্ষদর্শীরা জানান,শিক্ষক রফিকুল ইসলাম মোটর সাইকেলে স্ত্রী ও কন্যাকে নিয়ে আটোয়ারী অভিমুখে যাওয়ার প্রক্কালে উত্তরা বাজার এলাকায় পৌছলে বিপরীত দিক হতে একটি ট্রাক আসছিল।রাস্তার এক পাশে কয়েকটি রিক্সাভ্যান দাঁড়িয়ে ছিল ।ভ্যান ও ট্রাকের মধ্যবর্তী ফাঁকা জায়গা দিয়ে যাওয়ার সময় মোটর সাইকেলের পেছনের আরোহী ছিটকে রাস্তায় পড়ে যায়।

ওই সময় ট্রাকটি ওই নারীকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।অপর শিক্ষক রফিকুল ইসলাম ও তার কন্যা আর্নিকা উঠে আহতকে উদ্ধার করতে গিয়ে দেখে ততক্ষনে তিনি প্রাণ হারিয়েছেন।
অপরদিকে বৃহস্পতিবার(১৬ অক্টোবর)  সন্ধায় সদর উপজেলার ঢোলারহাট ইউনিয়নের ঝলঝলি পুকুর এলাকায়  বাই সাইকেলের সঙ্গে দুর্ঘটনায় পতিত হয়ে বিশ্বজিৎ বর্মন (৩৫) নামে এক ব্যক্তি মারা যায়।

ঘটনার পরপরই স্থানীয়রা  আহতকে তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করলে কর্তব্য চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নিহত বিশ্বজিৎ ঠাকুরগাঁও সদর উপজেলার ধর্মপুর গ্রামের  মৃত কেদারনাথ বর্মনের ছেলে।তিনি হরিপুর উপজেলার কৃষি সম্প্রসারণ অফিসের উচ্চমান সহকারী পদে চাকুরি করতেন।
উভয় ঘটনায় রুহিয়া থানায় পৃথক পৃথক ইউড মামলা হয়েছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement