ঢাকা-বগুড়া মহাসড়কে তিন কিলোমিটার যানজট

ঢাকা-বগুড়া মহাসড়কে তিন কিলোমিটার যানজট ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১২:৩৪, ১৭ অক্টোবর ২০২৫

ঢাকা-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের রায়গঞ্জ অংশে ভোররাত থেকেই তীব্র যানজটের সৃষ্টি হয়েছে, যা প্রায় তিন কিলোমিটার এলাকায় বিস্তৃত। এতে পণ্যবাহী ট্রাক থেকে শুরু করে যাত্রীবাহী বাস—সব ধরনের যানবাহন ঘণ্টার পর ঘণ্টা আটকে পড়েছে, ফলে ভোগান্তিতে পড়েছেন চালক ও যাত্রীরা।

শুক্রবার (১৭ অক্টোবর) ভোরে রায়গঞ্জ উপজেলার ভূইয়াগাঁতী আন্ডারপাস থেকে কালিকাপুর পর্যন্ত যানজটের সূত্রপাত হয়। সকাল বাড়ার সঙ্গে সঙ্গে তা ছড়িয়ে পড়ে মহাসড়কের দুই দিকেই।

পুলিশ জানায়, রায়গঞ্জের রয়হাটি ব্রিজে চলমান সংস্কার ও নির্মাণকাজের কারণে কিছুদিন ধরে সেখানে এক লেন দিয়ে যান চলাচল করছে। এর সঙ্গে ট্রাফিক আইন না মানা ও চালকদের অনিয়ন্ত্রিত চলাচলের কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। এর মধ্যেই সকাল সাতটার দিকে ব্রিজের পাশে একটি পাথরবোঝাই ট্রাক বিকল হয়ে পড়লে যানজট চরমে পৌঁছায়।

ঢাকামুখী ট্রাকচালক গফুর আলী বলেন, “ভোর থেকে বসে আছি, গাড়ি এক ইঞ্চি পর্যন্ত নড়ছে না। কখন পথ খুলবে, কেউ বলতে পারছে না।”

সিরাজগঞ্জ হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে। “বর্তমানে ধীরগতিতে গাড়ি চলছে। আশা করছি আধা ঘণ্টা থেকে এক ঘণ্টার মধ্যে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হবে,” বলেন তিনি।

ওসি আরও জানান, ব্রিজের কাজের কারণে এক লেন ব্যবহার করতে হওয়ায় যান চলাচলের গতি কমে যায়। ভোরে দুটি গাড়ি মুখোমুখি আটকে গেলে তাৎক্ষণিকভাবে পুলিশ গিয়ে নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে আবার ঢাকামুখী একটি ট্রাকের চাকা ভেঙে পড়লে নতুন করে জট তৈরি হয়।

তবে সকাল থেকেই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ কাজ করছে বলে জানান তিনি।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement