ভারতে যাওয়ার সময় ধরা পড়লেন আ.লীগের দুই নেতা

ভারতে যাওয়ার সময় ধরা পড়লেন আ.লীগের দুই নেতা ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২০:৪১, ১৭ অক্টোবর ২০২৫

দিনাজপুরের বিরামপুর সীমান্তে ভারতে পালানোর চেষ্টা করা অবস্থায় বরগুনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল আজাদ রিপন (৪৮) এবং বরিশালের উজিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হাফিজুর রহমান ইকবাল (৫৭) স্থানীয় বাসিন্দাদের হাতে আটক হয়েছেন।

শুক্রবার (১৭ অক্টোবর) পুলিশ তাদের গ্রেপ্তার করে দিনাজপুর আদালতে সোপর্দ করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক।

প্রাথমিক তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার রাত ৮টার দিকে মাহমুদুল আজাদ রিপন ও হাফিজুর রহমান ইকবাল একটি অটোরিকশায় সীমান্তের দিকে যাচ্ছিলেন ভারতে পালানোর উদ্দেশ্যে।

পথে তারা ভেলারপাড় ব্রিজ এলাকায় পৌঁছালে স্থানীয় বাসিন্দাদের কাছে সীমান্তের পথ সম্পর্কে জিজ্ঞেস করেন। তবে স্থানীয়রা তাদের আচরণে সন্দেহজনকতা লক্ষ্য করলে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের আটক করে থানায় নিয়ে আসে।

আটক মাহমুদুল আজাদ রিপন বরগুনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং বরগুনা সদর উপজেলার চর কলোনি এলাকার আজহার আলীর ছেলে।

হাফিজুর রহমান ইকবাল বরিশালের উজিরপুর উপজেলার কেশবকাবী গ্রামের রফিজ উদ্দিনের ছেলে, তিনি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি।

বিরামপুর থানার ওসি মমতাজুল হক জানান, আটক দুই ব্যক্তির নামে তাদের নিজ এলাকায় তিনটি করে রাজনৈতিক মামলা রয়েছে এবং পল্টন থানাতেও তাদের বিরুদ্ধে মামলা রয়েছে।

তারা দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। সন্দেহজনক ঘোরাফেরার অভিযোগে তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

এ ঘটনায় স্থানীয়দের তৎপরতা এবং পুলিশি পদক্ষেপ দ্রুত কার্যকর হওয়ায় একটি সম্ভাব্য সীমান্তপালনের চেষ্টা ব্যর্থ হয়েছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement