নভেম্বরে দুই প্রীতি ম্যাচে ব্রাজিল

Published : ০২:০৭, ১৮ অক্টোবর ২০২৫
আসন্ন নভেম্বরে দুটি প্রীতি ম্যাচ খেলতে মাঠে নামছে ব্রাজিল জাতীয় ফুটবল দল। এই দুটি ম্যাচের পরই ২০২৫ সালের খেলাধুলার কার্যক্রম শেষ করবে সেলেসাওরা।
উভয় ম্যাচই অনুষ্ঠিত হবে ইউরোপে, যেখানে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের প্রতিপক্ষ হবে আফ্রিকার দুটি দেশ—সেনেগাল ও তিউনিসিয়া। ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) অফিসিয়াল ওয়েবসাইটে এ খবর নিশ্চিত করেছে।
দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্ব ইতিমধ্যেই শেষ হয়ে গেছে এবং ব্রাজিল বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে। ২০২৬ সালের বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে এখন তারা প্রীতি ম্যাচ খেলছে, যা মূলত দলের সাম্প্রতিক ফর্ম যাচাই এবং নতুন কৌশল পরীক্ষা করার সুযোগ। এই দুই প্রীতি ম্যাচে মাঠে নামবে কোচ কার্লো আনচেলত্তির শিষ্যরা।
প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে আগামী ১৫ নভেম্বর বাংলাদেশ সময় রাত ১০টায়, যেখানে সেনেগালের বিপক্ষে খেলবে ব্রাজিল। এরপর তিনদিন পর, ১৮ নভেম্বর রাত ১টা ৩০ মিনিটে, ফ্রান্সের পিয়েরে-মাউরি স্টেডিয়ামে তিউনিসিয়ার মুখোমুখি হবে হলুদ জার্সিধারীরা।
গত ১০ অক্টোবর সিউলে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ৫-০ গোলে হারিয়ে চমক দেখিয়েছে ব্রাজিল। তবে ১৪ অক্টোবর টোকিওতে দ্বিতীয় প্রীতি ম্যাচে জাপানের কাছে ৩-২ গোলে হেরে যাওয়া ভিনিসিয়ুস জুনিয়ররা কিছুটা হতাশ হয়েছেন। এই দুই নভেম্বরে ইউরোপে অনুষ্ঠিত ম্যাচে তারা নতুন করে নিজেদের শক্তি প্রমাণ করতে চাইবে।
বিডি/এএন