মেয়ের সঙ্গে একইসঙ্গে এইচএসসি পাস করলেন বাবা

Published : ২২:২৩, ১৭ অক্টোবর ২০২৫
নাটোরের লালপুরে এক অনন্য ও অনুপ্রেরণাদায়ক দৃষ্টান্ত স্থাপন করেছেন এক বাবা ও তার মেয়ে। দীর্ঘ ২৫ বছর পর পড়াশোনায় ফিরে এসে এবারের এইচএসসি পরীক্ষায় মেয়ের সঙ্গে একইসঙ্গে অংশ নিয়ে উভয়েই সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন। বাবা আব্দুল হান্নান পেয়েছেন জিপিএ ৪.৩৩, আর মেয়ে হালিমা খাতুন পেয়েছেন জিপিএ ৩.৭১।
স্থানীয়রা এই ঘটনাকে ব্যতিক্রমী সাফল্য হিসেবে দেখছেন এবং প্রশংসায় ভাসাচ্ছেন বাবা-মেয়েকে। জানা যায়, আব্দুল হান্নান ১৯৯৮ সালে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর আর পড়াশোনা চালিয়ে যেতে পারেননি। জীবনের বাস্তবতা ও সংসারের দায়ভার সামলাতে গিয়ে শিক্ষাজীবন থেমে গেলেও তার শেখার আগ্রহ কখনো নিভে যায়নি।
অবশেষে ২০২৩ সালে গোপালপুরের রুইগাড়ি উচ্চবিদ্যালয় থেকে পুনরায় এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে তিনি পাশ করেন। সেই ধারাবাহিকতায় ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় রাজশাহীর বাঘার কাকড়ামারি কলেজ থেকে অংশ নিয়ে সফলতা অর্জন করেন। অন্যদিকে তার মেয়ে হালিমা খাতুনও গোপালপুর ডিগ্রি কলেজ থেকে একই পরীক্ষায় উত্তীর্ণ হন।
হালিমা বলেন, “আমাদের পরিবারে দারিদ্র্য থাকলেও বাবার অদম্য ইচ্ছাশক্তি আমাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে। আমরা চাই একসঙ্গে মাস্টার্স পর্যন্ত পড়াশোনা শেষ করতে।”
আব্দুল হান্নান বলেন, “ছোটবেলায় অর্থনৈতিক কষ্টের কারণে পড়াশোনা শেষ করতে পারিনি। মেয়েকে পড়াতে গিয়ে আবার নিজের শেখার আগ্রহ ফিরে পাই। আমি বিশ্বাস করি, বয়স কোনো বাধা নয়—ইচ্ছা থাকলে শেখা সম্ভব।”
লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান এই ঘটনাকে “অত্যন্ত অনুপ্রেরণাদায়ক” বলে উল্লেখ করেন। তিনি বলেন, “একসঙ্গে বাবা-মেয়ের এইচএসসি পাস করা সমাজে শিক্ষার প্রতি নতুন দৃষ্টিভঙ্গি ও ইতিবাচক উদাহরণ তৈরি করবে।”
বিডি/এএন