বাড্ডায় আজ রাত থেকে মেট্রো লাইন স্থানান্তর শুরু

বাড্ডায় আজ রাত থেকে মেট্রো লাইন স্থানান্তর শুরু ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২৩:৪০, ৩০ অক্টোবর ২০২৫

ঢাকার আন্ডারগ্রাউন্ড মেট্রোরেল এমআরটি লাইন–১ নির্মাণ প্রকল্পের আওতায় রাজধানীর উত্তর বাড্ডা ও বাড্ডা মেট্রো স্টেশন এলাকায় পরিষেবা লাইন স্থানান্তরের কাজ আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাত ১০টা থেকে শুরু হবে।

বুধবার (২৯ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যানজট নিরসন ও পরিবেশ সংরক্ষণের লক্ষ্যেই দেশের প্রথম আন্ডারগ্রাউন্ড মেট্রোরেল ‘ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-১)’–এর কাজ চলমান রয়েছে। এর অংশ হিসেবে পরিষেবা লাইন স্থানান্তরের সময় বীরউত্তম রফিকুল ইসলাম সরণি এলাকায় সাময়িক যানজট সৃষ্টি হতে পারে।

এই পরিস্থিতিতে জনসাধারণ ও যানবাহনচালকদের প্রতি আহ্বান জানিয়ে ডিএমটিসিএল বলেছে, উক্ত রুটে চলাচলের সময় পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হতে হবে। প্রয়োজনে বিকল্প রাস্তা ব্যবহার করারও অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সরকারি উন্নয়নমূলক প্রকল্পের স্বার্থে সাময়িক অসুবিধা মেনে চলার জন্য সবার সহযোগিতা কামনা করা হচ্ছে। ডিএমটিসিএল জানিয়েছে, কাজের কারণে সৃষ্ট সাময়িক ভোগান্তির জন্য তারা দুঃখ প্রকাশ করছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement