শাপলা প্রতীক নিয়ে গোলাম মাওলার প্রতিক্রিয়া

শাপলা প্রতীক নিয়ে গোলাম মাওলার প্রতিক্রিয়া ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২০:২৮, ৩০ অক্টোবর ২০২৫

নির্বাচন কমিশন (ইসি) নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধনের মাধ্যমে প্রতীক তালিকায় ‘শাপলা কলি’ যুক্ত করেছে। দীর্ঘদিন ধরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শাপলা প্রতীক পাওয়ার দাবি জানিয়ে আসছিল।

তবে ইসির পূর্ববর্তী তালিকায় শাপলা প্রতীক অন্তর্ভুক্ত না থাকায় ইসির পক্ষ থেকে বারবার বলা হয়েছিল, এনসিপি শাপলা প্রতীক পাবার যোগ্য নয়।

আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ইসি অফিসিয়ালি ‘শাপলা কলি’ প্রতীক অন্তর্ভুক্ত করার প্রজ্ঞাপন জারি করেছে। এটি নির্বাচন প্রক্রিয়ায় নতুন প্রতীক হিসেবে নথিভুক্ত হয়েছে।

এ বিষয়ে সমালোচনা করেছেন সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি। তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে মন্তব্য করেন, “শাপলা যদি দিতেই হয়, তবে একটু ফুটন্ত শাপলা দেওয়া যেত, ক্ষতি কি ছিল?” তিনি আরও বলেন, “শাপলা কুঁড়ি প্রতীক দিয়ে যেন বার্তা দেওয়া হয়—‘বাচ্চারা, আপাতত শাপলা কুঁড়ি নিয়ে খেলো। বড় হলে বড় শাপলা পাবে। নতুন কুঁড়িরা এখনো ফোটেনি, তাই তাদের জন্য ফুটন্ত শাপলা উপযুক্ত নয়।’”

রনি’র এই মন্তব্য প্রতীক নির্বাচন ও নতুন প্রতীকের মানে নিয়ে আলোচনা আরও বাড়িয়ে দিয়েছে। এটি ইসির নতুন সিদ্ধান্ত এবং এনসিপির প্রতীক পছন্দের দীর্ঘদিনের প্রক্রিয়ার ফলাফল হিসেবে ধরা হচ্ছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement