ডিএমপিতে ঊর্ধ্বতন দুই কর্মকর্তার পদায়ন

ডিএমপিতে ঊর্ধ্বতন দুই কর্মকর্তার পদায়ন ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০১:৫৫, ৩১ অক্টোবর ২০২৫

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অধীনে পদায়ন ও দায়িত্ব পরিবর্তনের এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। সম্প্রতি দুই উচ্চপদস্থ কর্মকর্তাকে নতুন দায়িত্বে পদায়ন করা হয়েছে।

পদায়নকৃত কর্মকর্তাদের মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পিআর অ্যান্ড এইচআরডি (প্রশাসন ও মানবসম্পদ উন্নয়ন) বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রেনিং) মোঃ ওয়ালিউল ইসলামকে পিআর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

অন্যদিকে, কাউন্টার টেররিজম ইনভেস্টিগেশন (সন্ত্রাস মোকাবিলা তদন্ত) বিভাগের সহকারী পুলিশ কমিশনার মোঃ আলী আশরাফকে গোয়েন্দা-রমনা বিভাগের সহকারী পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

এ পদায়ন আদেশে স্বাক্ষর করেছেন ডিএমপি কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী, এনডিসি। পদায়নটি বুধবার, ২৯ অক্টোবর, কার্যকর হয়। এই পদক্ষেপের মাধ্যমে ডিএমপির কার্যক্রম আরও সুষ্ঠুভাবে পরিচালিত হবে এবং কর্মকর্তাদের দায়িত্বে দক্ষতা ও পারদর্শিতা আরও বৃদ্ধি পাবে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement