রাজধানীর মোহাম্মদপুরে ভবনে অগ্নিকাণ্ড

রাজধানীর মোহাম্মদপুরে ভবনে অগ্নিকাণ্ড ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২২:১০, ৩০ অক্টোবর ২০২৫

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় একটি ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাত প্রায় ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানা গেছে। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে চেষ্টা শুরু করে ফায়ার সার্ভিসের কর্মীরা।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।

ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও উপস্থিত আছেন।

বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement