চলতি ২০২৫–২৬ করবর্ষে দেশে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলে নতুন মাইলফলক স্পর্শ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
প্রতিষ্ঠানটির সর্বশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী, এখন পর্যন্ত ১০ লাখেরও বেশি করদাতা ই-রিটার্ন দাখিল সম্পন্ন করেছেন, যা কর ব্যবস্থায় ডিজিটাল রূপান্তরের এক গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে প্রকাশিত এনবিআর-এর বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৪ আগস্ট অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ২০২৫-২৬ কর বছরের ই-রিটার্ন দাখিল কার্যক্রমের উদ্বোধন করেন। এর পর থেকেই www.etaxnbr.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে করদাতারা ঘরে বসেই আয়, ব্যয় ও সম্পদের তথ্য দিয়ে কয়েক মিনিটের মধ্যেই সহজে রিটার্ন দাখিল করছেন।
এনবিআর জানিয়েছে, চলতি বছর ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সী প্রবীণ করদাতা, শারীরিকভাবে অক্ষম ও বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা, বিদেশে অবস্থানরত বাংলাদেশি, মৃত করদাতার প্রতিনিধি ও দেশে কর্মরত বিদেশি নাগরিকদের ছাড়া সকল ব্যক্তি শ্রেণির করদাতাদের অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। তবে যারা এই তালিকার আওতাভুক্ত, তারা ইচ্ছা করলে ই-রিটার্নের সুবিধা নিতে পারবেন।
যদি কোনো করদাতা ই-রিটার্ন সিস্টেমে প্রযুক্তিগত কারণে নিবন্ধন বা রিটার্ন দাখিলে সমস্যায় পড়েন, তাহলে তিনি আগামী ১৫ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট উপকর কমিশনারের কাছে আবেদন করতে পারবেন। প্রযোজ্য ক্ষেত্রে অতিরিক্ত বা যুগ্মকর কমিশনারের অনুমোদন নিয়ে কাগজে (পেপার রিটার্ন) রিটার্ন জমা দিতে পারবেন।
এছাড়া করদাতার পক্ষে এখন অনুমোদিত প্রতিনিধি অনলাইনেই রিটার্ন দাখিল করতে পারেন। বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতারা ইচ্ছা করলে তাদের পাসপোর্ট নম্বর, জাতীয় পরিচয়পত্র নম্বর, ই-মেইল ও প্রয়োজনীয় তথ্য পাঠিয়ে [email protected] ঠিকানায় আবেদন করলে ই-মেইলে ওটিপি ও রেজিস্ট্রেশন লিংক পাওয়া যাবে, যার মাধ্যমে সহজেই তারা অনলাইনে রিটার্ন দাখিল করতে পারবেন।
ই-রিটার্ন ব্যবস্থায় কোনো কাগজ বা দলিল আপলোডের প্রয়োজন হয় না। করদাতারা তাদের আয়, সম্পদ, ব্যয় ও দায়ের সঠিক তথ্য যুক্ত করে তাৎক্ষণিকভাবে প্রাপ্তি স্বীকারপত্র এবং আয়কর সনদ প্রিন্ট নিতে পারেন। ফলে দেশে ও বিদেশে অবস্থানরত অনেক করদাতা এখন এই ঝামেলামুক্ত সেবাটিকে বেছে নিচ্ছেন।
করদাতাদের সুবিধার্থে এনবিআর ই-রিটার্ন প্রক্রিয়া সহজ করার জন্য প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করেছে। করদাতাদের পাশাপাশি আয়কর আইনজীবী, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট এবং চার্টার্ড সেক্রেটারিদেরও এই প্রশিক্ষণে অন্তর্ভুক্ত করা হয়েছে।
ই-রিটার্ন দাখিলে কোনো সমস্যা হলে করদাতারা এনবিআর কল সেন্টার (০৯৬৪৩ ৭১ ৭১ ৭১)-এ ফোন করে তাৎক্ষণিক সহায়তা নিতে পারেন। এছাড়া www.etaxnbr.gov.bd ওয়েবসাইটের eTax Service বিভাগেও সমস্যা জানানো এবং সমাধান পাওয়া যাচ্ছে।
এনবিআর জানিয়েছে, দেশের সব কর অঞ্চলে স্থাপিত ই-রিটার্ন হেল্প-ডেস্ক থেকে অফিস সময়ের মধ্যে রিটার্ন দাখিল সংক্রান্ত সেবা ও পরামর্শ পাওয়া যাচ্ছে। করদাতারা নিজ নিজ কর অফিসে উপস্থিত হয়ে বা টেলিফোনের মাধ্যমেও সহায়তা নিতে পারেন।
সবশেষে এনবিআর জানিয়েছে, ২০২৫–২৬ করবর্ষের আয়কর রিটার্ন আগামী ৩০ নভেম্বরের মধ্যে অনলাইনে দাখিল করার জন্য সব করদাতাদের প্রতি আহ্বান জানানো হচ্ছে।

 
				 
						
 
											 
											 
											 
											































