অভিনেতা আ খ ম হাসানের নতুন দায়িত্ব

অভিনেতা আ খ ম হাসানের নতুন দায়িত্ব ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২০:০০, ৩০ অক্টোবর ২০২৫

আবারও শুরু হয়েছে বাভাসি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের কার্যক্রম। জনপ্রিয় অভিনেতা আ খ ম হাসান ২০২৪-২০২৫ সালের এই উৎসবের বিচারক হিসেবে ইতোমধ্যেই কাজ শুরু করেছেন। তিনি জানিয়েছেন, চলচ্চিত্র যাচাই-বাছাইয়ের কাজও বর্তমানে চলছে।

বাংলাদেশ, ভারত ও সিঙ্গাপুরের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত বাভাসি ত্রিদেশীয় চলচ্চিত্র উৎসবে দেশ-বিদেশ থেকে এ পর্যন্ত মোট ৭১টি চলচ্চিত্র জমা পড়েছে। প্রাথমিক পর্যবেক্ষণের মাধ্যমে জুরি বোর্ড ৭১টির মধ্যে ২৬টি চলচ্চিত্র বাছাই করেছে, যা দ্বিতীয় রাউন্ডের জন্য নির্বাচিত। এরপর এই ২৬টি চলচ্চিত্র থেকে ফাইনাল রাউন্ডে ৭টি চলচ্চিত্র বাছাই করা হবে।

আ খ ম হাসান বলেন, “আন্তর্জাতিক বাভাসি চলচ্চিত্র উৎসবের সব রাউন্ডে বিচারক হিসেবে কাজ করার সুযোগ পাওয়া আমার জন্য অনেক গর্ব ও সম্মানের বিষয়। একজন অভিনেতা হিসেবে এটি আমার কাছে অত্যন্ত আনন্দের।“

বাভাসি চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ চিত্রনাট্যকার, নির্মাতা, শিল্পী, চিত্রগ্রাহক, রূপসজ্জা, শিল্প নির্দেশক, সম্পাদনা ও আবহ-সংগীতের মতো বিভাগে মেধা যাচাই-বাছাই করা হয়। প্রতিটি শ্রেণিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্ধারণ করা হয়। এছাড়াও, নতুন প্রতিভাদের বিকাশের সুযোগ দেওয়া হয়।

উৎসব থেকে পূর্বে বিজয়ী হয়ে যেসব শিল্পী বের হয়েছেন, তারা বর্তমানে মিডিয়ায় নিজেদের মেধা প্রমাণ করে এগিয়ে যাচ্ছেন। এই আয়োজন নতুন ও উদীয়মান প্রতিভাদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে চলেছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement