২০ জেলায় বজ্রসহ ভারী বৃষ্টি হতে পারে

২০ জেলায় বজ্রসহ ভারী বৃষ্টি হতে পারে ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০১:২৪, ৩১ অক্টোবর ২০২৫

বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানিয়েছে, দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে।

তাদের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৩১ অক্টোবর সকাল ৬টা থেকে ২ নভেম্বর সকাল ১০টার মধ্যে অন্তত ২০টি জেলায় বজ্রসহ ভারী বর্ষণ হতে পারে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে বিডব্লিউওটির অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে বলা হয়, উল্লিখিত সময়ের মধ্যে রংপুর, দিনাজপুর, পঞ্চগড়, নীলফামারী, ঠাকুরগাঁও, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, বগুড়া, জয়পুরহাট, সিরাজগঞ্জ, জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোণা, সুনামগঞ্জ ও সিলেটসহ আশপাশের এলাকায় বজ্রপাতসহ ভারী বৃষ্টি হতে পারে।

এছাড়া, পূর্বাভাসে আরও বলা হয়েছে—বায়ুচাপের পার্থক্যের কারণে এসব অঞ্চলের কিছু জায়গায় আকস্মিকভাবে দমকা বা ঝড়ো হাওয়া বইতে পারে, যদিও তা সব এলাকায় নাও হতে পারে।

বিডব্লিউওটি জানিয়েছে, আজ রাত থেকেই দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি মাত্রার বজ্রবৃষ্টি শুরু হতে পারে, যা আগামী ২ বা ৩ নভেম্বর পর্যন্ত বিরতিহীনভাবে চলতে পারে।

সংস্থাটি সবাইকে আবহাওয়ার পরিবর্তনজনিত ঝুঁকি সম্পর্কে সতর্ক থাকতে এবং প্রয়োজনীয় সাবধানতা অবলম্বনের আহ্বান জানিয়েছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement