ভূমিকম্পে বংশালে নিহত তিনজন শনাক্ত

ভূমিকম্পে বংশালে নিহত তিনজন শনাক্ত ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৬:১৫, ২১ নভেম্বর ২০২৫

পুরান ঢাকায় ভূমিকম্পের জেরে একটি বহুতল ভবনের ছাদের রেলিং ভেঙে পড়ে তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

নিহতদের পরিচয়— সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের (মিটফোর্ড) ৫২তম ব্যাচের শিক্ষার্থী রাফি উল ইসলাম, হাজী আব্দুর রহিম (৪৭) এবং মেহরাব হোসেন রিমন (১২)।

রাফির মা নুসরাত বর্তমানে সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারে রয়েছেন। অপারেশন থিয়েটারে থাকা এই মা জানতেও পারছেন না যে, তাঁর সন্তান আর কখনো পৃথিবীর আলো দেখবে না।

শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন বংশাল থানার ওসি মো. রফিকুল ইসলাম। তিনি জানান, তিনজনের মরদেহ মিটফোর্ড হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

শুক্রবার সকাল দশটার দিকে ভূমিকম্প অনুভূত হওয়ার পরপরই বংশালের কসাইটুলিতে একটি পাঁচতলা ভবনের ছাদের রেলিং ভেঙে নিচে পড়ে তিন পথচারী ঘটনাস্থলেই মারা যান।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ভূমিকম্প শুরু হতেই ভবনের রেলিং ধসে পড়ে, আর ঠিক সেই সময় রাস্তা দিয়ে হাঁটছিলেন তিনজন নিহত ব্যক্তি। ঘটনাস্থলে দ্রুত ফায়ার সার্ভিস ও পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

বংশাল থানার উপপরিদর্শক (এসআই) আশিষও নিশ্চিত করেছেন যে, রেলিং ধসে পড়ার ফলেই এই তিন পথচারীর মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থলে তদন্ত কার্যক্রম চালাচ্ছে।

এর আগে সকাল ১০টা ৩৮ মিনিটে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৭ এবং এর উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদীর কাছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement