ডাকসু নেত্রী রাফিয়ার বাড়িতে ককটেল বিস্ফোরণ ও আগুনের চেষ্টা

ডাকসু নেত্রী রাফিয়ার বাড়িতে ককটেল বিস্ফোরণ ও আগুনের চেষ্টা ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২১:০৩, ২০ নভেম্বর ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ (ডাকসু)–এর স্বতন্ত্র সদস্য উম্মা উসওয়াতুন রাফিয়ার ময়মনসিংহের বাসায় ককটেল হামলা ও অগ্নিসংযোগের চেষ্টা চালানো হয়েছে।

বুধবার (১৯ নভেম্বর) গভীর রাতে অজ্ঞাত হামলাকারীরা তার বাড়ির সামনে ককটেল বিস্ফোরণ ঘটায় এবং পরে আগুন লাগানোর উদ্দেশ্যে দাহ্য পদার্থ ছিটিয়ে অগ্নিসংযোগের চেষ্টা করে।

ঘটনাটি ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ১ নম্বর ওয়ার্ডের ঢোলাদিয়া এলাকায় রাত প্রায় পৌনে ৩টার দিকে ঘটে। হামলাকারীরা প্রথমে বাসার মূল ফটকের সামনে ককটেল বিস্ফোরণ ঘটায়, এরপর কেরোসিন ও পেট্রোল জাতীয় দাহ্য তরল ছড়িয়ে আগুন ধরানোর চেষ্টা করে।

রাফিয়ার ভাই খন্দকার জুলকারনাইন রাদ জানান, ঘটনার পরপরই কোতোয়ালি মডেল থানায় বিষয়টি জানানো হয়। থানার পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে পরিদর্শন করে। তিনি এ হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবিতে থানায় লিখিত অভিযোগও করেছেন।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবদুল্লাহ আল মামুন ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার পরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।

তিনি জানান, হামলার ঘটনায় অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement