ঢাকা-বরিশাল মহাসড়কে গাছ ফেলে অবরোধ

ঢাকা-বরিশাল মহাসড়কে গাছ ফেলে অবরোধ ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১১:৪০, ১৬ নভেম্বর ২০২৫

ঢাকা–বরিশাল মহাসড়কে গাছ ফেলে অবরোধের মাধ্যমে সড়ক যোগাযোগ অচল করে দিয়েছেন কার্যক্রম স্থগিত থাকা আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা।

এতে পুরো রুটেই যান চলাচল বন্ধ হয়ে যায় এবং সাধারণ যাত্রী ও পরিবহন শ্রমিকেরা ভোগান্তিতে পড়েন।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে শাটডাউন কর্মসূচি বাস্তবায়নের দাবিতে রবিবার (১৬ নভেম্বর) ভোর থেকেই মাদারীপুরের ডাসার উপজেলার গোপালপুর বাসস্ট্যান্ডের উত্তর পাশসহ বিভিন্ন পয়েন্টে তারা এ অবরোধ শুরু করেন।

প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, আজ ভোরে মাদারীপুর জেলা আওয়ামী লীগের সদস্য ও কালকিনি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মীর গোলাম ফারুক তার অনুসারীদের নিয়ে ঢাকা–বরিশাল মহাসড়কের গোপালপুর এলাকায় জড়ো হন। এরপর তারা সড়কের ওপর বড় বড় গাছ ফেলে এবং টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করেন। নেতাকর্মীরা হুঁশিয়ারি দিয়ে জানান, ১৭ নভেম্বর শেখ হাসিনার মামলার রায় ঘোষিত হলে দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা অচল করে দেওয়ার জন্য তারা প্রস্তুত আছেন।

এতে মহাসড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়, ফলে যাত্রীরা ঘণ্টার পর ঘণ্টা আটকে পড়েন। পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে গিয়ে গাছ অপসারণ ও পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

মোস্তফাপুর হাইওয়ে থানার ওসি মামুন আল রশিদ বলেন, দুর্বৃত্তরা হঠাৎ সড়ক অবরোধ করে পালিয়ে যায় পুলিশের উপস্থিতি টের পেয়ে। সড়ক চালু করতে পুলিশের সঙ্গে ফায়ার সার্ভিসও কাজ করছে।

ডাসার থানার ওসি শেখ এহতেশামুল ইসলাম জানান, ডাসার ও কালকিনি অংশে সাত–আটটি স্থানে সড়কের পাশের গাছ কেটে ফেলে রাখা হয়েছিল এবং কয়েকটি ককটেল বিস্ফোরণও ঘটে। ডাসার অংশের গাছ সরানো হয়েছে, তবে কালকিনির অংশে বড় গাছ থাকায় কিছুটা সময় লাগছে। খুব শিগগিরই যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement